ঐ ডাকছে আকাশ যদি একটু তাকাস মনে রামধনু রং এঁকেছি ঐ একমুঠো নীল উড়ো হাওয়ার মিছিল তোর আলগা সোহাগ মেখেছি একবার আলতো ছোঁয়ায় তোর ঐ খালি পায় বালিয়াড়ি হয়ে মরেছি যদি বাঁচতে বলিস সব মিথ্যে নালিশ আমি হাজার বছর বেঁচেছি ঐ ডাকছে আকাশ যদি একটু তাকাস মনে রামধনু রং এঁকেছি ঐ একমুঠো নীল উড়ো হাওয়ার মিছিল তোর আলগা সোহাগ মেখেছি ♪ এই ব্যস্ত শহর তোর আসার খবর দিতে একছুটে আসলো আমায় তোর নামের ফলক মনে খুশির ঝলক বুকে ঝড়ো হাওয়া কে আর থামায় একবার আলতো ছোঁয়ায় তোর ঐ খালি পায় বালিয়াড়ি হয়ে মরেছি যদি বাঁচতে বলিস সব মিথ্যে নালিশ আমি হাজার বছর বেঁচেছি ♪ নীল মেঘের পালক আজ সব তোরই হোক উপহার দেবো, চাইছি তোকে রোদ মখমলে দিন আজ ভীষণ রঙিন একা বয়ে চলা ঢেউ এ বুকে একবার আলতো ছোঁয়ায় তোর ঐ খালি পায় বালিয়াড়ি হয়ে মরেছি যদি বাঁচতে বলিস সব মিথ্যে নালিশ আমি হাজার বছর বেঁচেছি