দুইয়ে দুইয়ে এক হয়ে যায়
মনে মনে মিল যদি হয়
মুখ যদি কথা নাই কয়
চোখ সবই বলে দিয়ে যায়
বলে, বলে
মনের কথা বলে, বলে
ভালোবেসে মনে এত ভার
না বলা কথায় এত ধার
সব আছে তবু কিছু নেই
কিছু নেই, তবু সব পাই
বলে, বলে
মনের কথা বলে, বলে
ও দুইয়ে দুইয়ে এক হয়ে যায়
মনে মনে মিল যদি হয়
মুখ যদি কথা নাই কয়
চোখ সবই বলে দিয়ে যায়
বলে, বলে, বলে, বলে, বলে, বলে, বলে
♪
নিজের মনের আড়ালে
হারিয়ে গেছি আমি আজ
আলোর পিপাসা নিয়ে রাত
পেরিয়ে এসেছি আমি আজ
কি করে কোথায়, বলো না আমায়
আমায়
দুইয়ে দুইয়ে এক হয়ে যায়
মনে মনে মিল যদি হয়
দুইয়ে দুইয়ে এক হয়ে যায়
মনে মনে মিল যদি হয়
মুখ যদি কথা নাই কয়
চোখ সবই বলে দিয়ে যায়
বলে, বলে, ও বলে, বলে
♪
অভিমানে মুখ ফেরালেই
বৈশাখী ঝড় বয়ে যায়
বিরহের বাঁশি শুনলেই
শ্রাবণের মেঘ দেখা যায়
কি করে কোথায়, বলো না আমায়
আমায়
দুইয়ে দুইয়ে এক হয়ে যায়
মনে মনে মিল যদি হয়
দুইয়ে দুইয়ে এক হয়ে যায়
মনে মনে মিল যদি হয়
মুখ যদি কথা নাই কয়
চোখ সবই বলে দিয়ে যায়
বলে, বলে
বলে, বলে, বলে, বলে
♪
ভালোবেসে মনে এত ভার
না বলা কথায় এত ধার
সব আছে, তবু কিছু নেই
কিছু নেই, তবু সব পাই
কি করে কোথায়, বলো না আমায়
আমায়
দুইয়ে দুইয়ে এক হয়ে যায়
মনে মনে মিল যদি হয়
দুইয়ে দুইয়ে এক হয়ে যায়
মনে মনে মিল যদি হয়
মুখ যদি কথা নাই কয়
চোখ সবই বলে দিয়ে যায়
বলে, বলে
মনের কথা বলে বলে
বলে, বলে
মনের কথা বলে, বলে
Поcмотреть все песни артиста