Kishore Kumar Hits

Raj Barman - Tor Chokhe lyrics

Artist: Raj Barman

album: Tor Chokhe


এ রাতের আবদারের তুই ঠিকানা
ঘুম পাড়াতে আদরে আজই
তুই হয়ে যা, হয়ে যা রাজি
এক পশলা আস্কারা দে আমায়
একে একে মন একাকার
হলো আড়ি ভাব তোর আমার
গেল ১২ মাস তোর ঝোঁকে
ডুবে ডুবে জল শুধু তোর চোখে
তোর চোখে, তোর চোখে
ও, তোর চোখে
কাছে থেকে যা, নয়তো রেখে যা
চুপিচুপি তুই কিছু চিহ্ন সোহাগের
একটু শুনে যা, মায়া বুনে যা
বেহিসেবি সবটুকু স্বপ্নে আমাদের
খুব জড়িয়ে আমাকে নে না
তোর ছোঁয়াতে সবই তো শোনা
এক পশলা আস্কারা দে আমায়
একে একে মন একাকার
হলো আড়ি ভাব তোর আমার
গেল ১২ মাস তোর ঝোঁকে
ডুবে ডুবে জল শুধু তোর চোখে
তোর চোখে
অচেনা কিছু হচ্ছে, আমি থাকি সঙ্গে তোর
মিষ্টি কোনো ইচ্ছে করছে, জ্বলে মোম পাথর
ঘুম পাড়াতে আদরে আজই
তুই হয়ে যা হয়ে যা রাজি
এক পশলা আস্কারা দে আমায়
একে একে মন একাকার
হলো আড়ি ভাব তোর আমার
গেল ১২ মাস তোর ঝোঁকে
ডুবে ডুবে জল শুধু তোর চোখে
তোর চোখে, তোর চোখে
ও, তোর চোখে, তোর চোখে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists