Kishore Kumar Hits

The Attempted Band - Mrittur Gowenda lyrics

Artist: The Attempted Band

album: Agoon O Moushumi


বুধবার নয়টা রাত
গ্রীন কর্ণার থমথমে
জানালা থেকে আলো
সবাই দেখছে ম্যাকগাইভার
হঠাৎ শুনি
হুংকার ডাক দিলো হিরু
বুকে ভাঙা হাতুরি
সন্ত্রাস এখন শুরু
এসেছেন হিরু ভয়ংকর
সুইচ নাইফ অ্যাকশন হাতে
আরেক হাতে উইকেট ধরা
রক্ত পড়বে আজ রাতে
হিরু ভাইয়ের ডাক শুধু গর্জন
সন্ত্রাস তার খেলা
ক্যারম বোর্ড চ্যাম্পিয়ন
মৃত্যুর গোয়েন্দা
বাঘকে বন্দি করবি?
রাজনীতি হলো হিরুর দাবা
মোগলাই পরোটা বাকী দে
আগুন নিভা
ভাঙা শিরী আর কতো উঠবি
গোরোস্তান খুবই কাছে
হিরু খারাপ দজ্জাল
তার মনে দম্ভ নাচে
আজকে আগুন-এর শেষ রাত
ভাঙা সিঁড়ি সে উঠবে
পাবে আজ দুশমনি কিসমত
ভয় শুধু পায় নিজেকে
ফোন দাও আল-রাজি ক্লিনিকে
ডাক্তার যদি বাঁচাতে পারে
বাঘ ফিরে যাবে তার জঙ্গলে
ভাঙা দেহ পড়ে আছে রাস্তায়
সবাই দেখছে ম্যাকগাইভার
সবাই দেখছে ম্যাকগাইভার

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists