এমন যদি হতো আমি একটা পাখি! এমন যদি হতো আমি একটা পাখি! এমন যদি হতো আমি একটা পাখি! পাখির চোখে দেখি আকাশ-মাঠ পাখির চোখে দেখি আকাশ-মাঠ আঁধার কেটে ভোর সূর্য ওঠে রাঙা আঁধার কেটে ভোর সূর্য ওঠে রাঙা বন্ধু, আমি পাখি হলেও আমার একটা ডানা ভাঙা (আহারে) আমার একটা ডানা ভাঙা (আহারে) ♪ স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয় এক জীবনে কী আর এমন হয় (আহারে) স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয় এক জীবনের সবটা অপচয় (আহারে) কী আর এমন হয় (আহারে) ♪ আমি একটা পাখি সাদাকালোয় আঁকি আমি একটা পাখি সাদাকালোয় আঁকি আমি একটা পাখি সাদাকালোয় আঁকি বাঁকা দুই ডানা আর মায়াভরা চোখ বাঁকা দুই ডানা আর মায়াভরা চোখ খোলা হাওয়ায় উড়ে উড়ে ভাসাই পালক বুক (আহারে) দেখি তোমার মুখ (আহারে) এমন যদি হতো আমি একটা পাখি! ভাসাই পালক বুক (আহারে) আমি দেখি তোমার মুখ (আহারে) এমন যদি হতো আমি একটা পাখি! এমন যদি হতো আমি একটা পাখি! এমন যদি হতো আমি একটা পাখি! পাখির চোখে দেখি আকাশ-মাঠ পাখির চোখে দেখি আকাশ-মাঠ আঁধার কেটে ভোর সূর্য ওঠে রাঙা আঁধার কেটে ভোর সূর্য ওঠে রাঙা বন্ধু, আমি পাখি হলেও আমার একটা ডানা ভাঙা (আহারে) আমার একটা ডানা ভাঙা (আহারে) এমন যদি হতো (আহারে) আমি একটা পাখি! (আহারে) আমি ভাসাই পালক বুক (আহারে) আমি দেখি বন্ধুর মুখ (আহারে) আমার একটা ডানা ভাঙা (আহারে) আমি একটা পাখি (আহারে) আমার একটা ডানা ভাঙা (আহারে) আমি ভাসাই পালক বুক (আহারে) আমি দেখি তোমার মুখ (আহারে) আমি একটা পাখি (আহারে) আমার একটা ডানা ভাঙা (আহারে) আমার একটা ডানা ভাঙা (আহারে) আমার একটা ডানা ভাঙা (আহারে) আমার একটা ডানা ভাঙা আমার একটা ডানা ভাঙা আমার একটা ডানা ভাঙা