Kishore Kumar Hits

JOler gaan - Manush O Mukhosh lyrics

Artist: JOler gaan

album: Noyon Joler Gaan


মানুষ

মানুষ ভাবিতে কি দোষ, তুই আর কতকাল বেহুশ
আর কতকাল বেহুশ থাকবি, মানুষ বেহুশ থাকবি
সোনার দেশে হাজার শকুন, হাজার শকুন দিচ্ছে গা ঝাড়া
তুই একবার শুধু শক্তি; শক্তি দিয়ে সাহস করে দাঁড়া
মানুষ বলিতে কি দোষ, তুই আর কতকাল মুখোশ
আর কতকাল আড়ালে থাকবি, মানুষ আড়ালেই থাকবি
সোনার দেশে অসংখ্য কীট, অসংখ্য কীট খাচ্ছে যে মাথা
তুই একবার শুধু শক্তি; শক্তি দিয়ে মুখোশ খুলে দাঁড়া
একবার সাহস করে দাঁড়া, ভাঙবে গলদের গোঁড়া
একবার সাহস করে দাঁড়া, মানুষ সাহস করে দাঁড়া
একবার সাহস করে দাঁড়া, ভাঙবে গলদের গোঁড়া
একবার সাহস করে দাঁড়া, মানুষ সাহস করে দাঁড়া
সাহস করে দাঁড়া
সাহস করে দাঁড়া

ভেঙে যায় স্বপ্ন আমার, মিছে হয় অতীত
পেছনের পথ ঘুণপোকা খায়, আমরা শুধুই পথিক
মুখোশে বীর, বীরের মুখোশ, মুখোশে বীর বেহুশ
বেহুশ শরীর ঘুণপোকা খায়, আকাশে রঙিন ফানুস
স্বপ্ন দেখিতে কি দোষ, তুই আর কতকাল মুখোশ
আর কতকাল আড়ালে থাকবি, মানুষ আড়ালেই থাকবি
সোনার দেশে অসংখ্য কীট, অসংখ্য কীট খাচ্ছে যে মাথা
তুই একবার শুধু শক্তি; শক্তি দিয়ে মুখোশ খুলে দাঁড়া
মানুষ বলিতে কি দোষ, তুই আর কতকাল মুখোশ
আর কতকাল আড়ালে থাকবি, মানুষ আড়ালেই থাকবি
সোনার দেশে হাজার শকুন, হাজার শকুন দিচ্ছে গা ঝাড়া
তুই একবার শুধু শক্তি, শক্তি দিয়ে মুখোশ খুলে দাঁড়া
একবার সাহস করে দাঁড়া, ভাঙবে গলদের গোঁড়া
একবার সাহস করে দাঁড়া, মানুষ সাহস করে দাঁড়া
একবার সাহস করে দাঁড়া, ভাঙবে গলদের গোঁড়া
মানুষ সাহস করে দাঁড়া, মানুষ সাহস করে দাঁড়া
একবার সাহস করে দাঁড়া, ভাঙবে গলদের গোঁড়া
একবার সাহস করে দাঁড়া, মানুষ সাহস করে দাঁড়া
একবার সাহস করে দাঁড়া, ভাঙবে গলদের গোঁড়া
একবার সাহস করে দাঁড়া, মানুষ সাহস করে দাঁড়া
মানুষ তুই ভাঙবি, তুই আকাশে উড়বি, তুই জলে ভাসবি
তোর কাছে মানুষ থাকবে নিরাপদ, তোর কাছে সমস্ত প্রাণি থাকবে নিরাপদ
তুই মুখোশের আড়ালে বীরের বেশে নয়, তুই মুখোশ খুলে বীরের বেশে সামনে চলে আসবি
তুই মুখোশ খুলে বীরের বেশে সামনে চলে আসবি
তুই মুখোশ খুলে বীরের বেশে সামনে চলে আসবি
সাহস করে দাঁড়া
সাহস করে দাঁড়া

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists