JOler gaan - Urchhi Keno lyrics
Artist:
JOler gaan
album: Otol jOler gaan
উড়ছি কেন? কেউ জানে না!
উড়ছি কেন? কেউ জানে না! যাচ্ছি কত দূর?
আজন্ম এক পাপের বোঝা কাঙ্খিত ভাংচুর
আজন্ম এক পাপের বোঝা কাঙ্খিত ভাংচুর
উড়ছি কেন? কেউ জানে না!
উড়ছি কেন? কেউ জানে না! যাচ্ছি কত দূর?
আজন্ম এক পাপের বোঝা কাঙ্খিত ভাংচুর
আজন্ম এক পাপের বোঝা কাঙ্খিত ভাংচুর
তোমার ভুবন তোমার মতন
যেমন ভোরের আলো
তোমার ভুবন তোমার মতন
যেমন ভোরের আলো
আমার বসত অন্ধকারে
নিরব নিঝুম কালো
উড়ছি কেন? কেউ জানে না!
উড়ছি কেন? কেউ জানে না! যাচ্ছি কত দূর?
আজন্ম এক পাপের বোঝা কাঙ্খিত ভাংচুর
আজন্ম এক পাপের বোঝা কাঙ্খিত ভাংচুর
ভালোবাসার মগ্ন চিতায় পুড়ছি বছর কুড়ি
ভালোবাসার মগ্ন চিতায় পুড়ছি বছর কুড়ি
তুমি আকাশ আমি যেন লাটাইবিহীন ঘুড়ি
উড়ছি কেন? কেউ জানে না!
উড়ছি কেন? কেউ জানে না! যাচ্ছি কত দূর?
আজন্ম এক পাপের বোঝা কাঙ্খিত ভাংচুর
আজন্ম এক পাপের বোঝা কাঙ্খিত ভাংচুর
এমন কপাল ও মন আমার
ধূসর নীলের দেশে
এমন কপাল ও মন আমার
ধূসর নীলের দেশে
দিন যাপনের অষ্টপ্রহর স্বপ্নগুলো ভাসে
উড়ছি কেন? কেউ জানে না!
উড়ছি কেন? কেউ জানে না! যাচ্ছি কত দূর?
আজন্ম এক পাপের বোঝা কাঙ্খিত ভাংচুর
আজন্ম এক পাপের বোঝা কাঙ্খিত ভাংচুর
উড়ছি কেন? কেউ জানে না!
উড়ছি কেন? কেউ জানে না!
যাচ্ছি কতদূর?
Поcмотреть все песни артиста
Other albums by the artist