Kishore Kumar Hits

Kaaktaal - Monder Bhalo lyrics

Artist: Kaaktaal

album: Kaaktaal Raw, Vol. 3


আবারও বন্দী যেখানে শুরু আমাদের
মানিয়ে নিয়েছি যা মানতে চায় না দুপুর
কুড়িয়ে পকেটে ছেঁড়া টাকাটার গায়ে লেখা
অমোঘ নিয়মে ইতিহাস ডাকে অদূর
বিশ্বের শেষ নয়, বিদ্বেষ শুরু নয়
যত ভালো হতে পারে ততটা যে ভালো নয়
তবে, তবে, তবে খারাপও নয়
বিশ্বের শেষ নয়, বিদ্বেষ শুরু নয়
যত ভালো হতে পারে ততটা যে ভালো নয়
তবে, তবে, তবে খারাপও নয়
যে ঘরে চিন্তার প্রসব বেদনা
যে ভোরের চিৎকারে বিধাতার alarm
যে ঘরে চিন্তার প্রসব বেদনা
যে ভোরের চিৎকারে বিধাতার alarm
সে ঘর তোমায় দিচ্ছে ঘুমের নিমন্ত্রণ
তারপর স্বপ্নে পাঠায় আরাধ্য সে
স্বর্গ রূপের অন্ধ কূপে ঘুণে ক্ষয়ে যাওয়া কিছু রোদ
জানি হতে পারে, জানি হওয়া উচিত
জানি তোমার অনুভবে তাই ঠিক
প্রতিদিন তবু সেই শেষের আবেশে এসে
ঘুরে ফিরে যায় সাবলীল
জানি হতে পারে, জানি হওয়া উচিত
জানি তোমার অনুভবে তাই ঠিক
প্রতিদিন তবু সেই শেষের আবেশে এসে
ঘুরে ফিরে যায় সাবলীল
বিশ্বের শেষ নয়, বিদ্বেষ শুরু নয়
যত ভালো হতে পারে ততটা যে ভালো নয়
তবে, তবে, তবে খারাপও নয়
বিশ্বের শেষ নয়, বিদ্বেষ শুরু নয়
যত ভালো হতে পারে ততটা যে ভালো নয়
তবে, তবে, তবে খারাপও নয়
তবু দিন চলে যায় ততটা খারাপও নয়
তবু দিন চলে যায় ততটা খারাপও নয়
মন্দের ভালো আরকি
চলছে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists