জন্ম থেকে জন্মান্তরে বন্যা, খরা, মন্বন্তরেও আমাদের সময়ের হাহাকার ছাপিয়ে গানে সুরে কথা হবে- কাছে দূরে থাকা তবে আমাকে ভুলে চলে যাবার আগে- তুমি সুরগুলো ভুলে যেও না এই হাত দুটো ছেড়ে দিও না সাদা মেঘ দেখে উড়ে যেও না মিছে চোখ বুজে চাঁদটাকে দূরে ঠেলো না বাতাসে তুমি ছড়িয়ে থেকো এভাবেই হিসাবের যুগে বেহিসেবি স্বভাবে প্রভাব ফেলে দিন কেটে রাত, দীর্ঘ নিঃশ্বাস আমি অভিযোগহীন যতদিন হাতে হাত আমি অভিযোগহীন যতদিন রবে গান আমি অভিযোগহীন যতদিন নীল আকাশে সে সুবাস। জন্ম থেকে জন্মান্তরে- চিরচেনা শহর জুড়ে বাসস্টপে ল্যাম্পপোস্টের নিচে ভাঙ্গা সুরে গান গেয়ে হাওয়া ছোঁয়াছুঁয়ি খেলে তোমারই আবেশে মিশে আমাদের সময়ের হাহাকার ছাপিয়ে যদি আনমনে গেয়ে ওঠো গান যত হোক সেটা বেসুরো বেতাল যদি আনমনে গেয়ে ওঠো গান যত হোক সেটা বেসুরো বেতাল জেনো তুমি না হলে কখনও হত না এ গান। তুমি সুরগুলো ভুলে যেও না শত ভুল দেখে ভুল বুঝো না আঁধারের জলে ডুবে যেও না মিছে মুখ বুজে চাঁদটাকে দূরে ঠেলো না আকাশে তুমি ছড়িয়ে থেকো এভাবেই হিসাবের যুগে বেহিসেবি স্বভাবে প্রভাব ফেলে দিন কেটে রাত, দীর্ঘ নিঃশ্বাস আমি অভিযোগহীন যতদিন রবে শ্বাস আমি অভিযোগহীন যতদিন রবে গান আমি অভিযোগহীন যতদিন নীল আকাশে সে সুবাস। যদি আনমনে গেয়ে ওঠো গান যত হোক সেটা বেসুরো বেতাল জেনো তুমি না হলে কখনও হত না এ গান।