Kishore Kumar Hits

Kaaktaal - Tumi ke? lyrics

Artist: Kaaktaal

album: Kaaktaal Raw, Vol. 3


তুমি কে? বল তুমি কে?
তুমি কে? বল তুমি কে?
যে রাজপথ জুড়ে ছায়া ঢেলে হাতকড়া পড়া হাত উঁচিয়ে
গাইছে কোন বিদ্রোহী স্লোগান-
একটা গুলিবিদ্ধ গান- একটা গুলিবিদ্ধ গান
কয়টা গুলিবিদ্ধ গান শুনে জেগে উঠবে তোমার প্রাণ?
শোনো বন্দুকের আওয়াজ মিলেছে হৃদপিণ্ডের তালে
রক্ত ঝরবে– রক্ত বইবে -লেখা গোধূলির ঐ লালে
শোনো বন্দুকের আওয়াজ মিলেছে হৃদপিণ্ডের তালে
রক্ত ঝরবে– রক্ত বইবে -লেখা গোধূলির ঐ লালে
কবে বুঝবে তোমার মেরুদণ্ড– বাড়বে বুকে হৃদকম্প,
শিউরে উঠবে শীতল আঁধার কানাগলির দেয়ালে?
তুমি কে? বল তুমি কে?
তুমি কে? বল তুমি কে?
যে বুকের আগুনে চোখ রাঙিয়ে,
একটি ফুলের হাসির জন্য
গাইছে কোন বিদ্রোহী স্লোগান...
একটা গুলিবিদ্ধ গান- একটা গুলিবিদ্ধ গান
কয়টা গুলিবিদ্ধ গান শুনে জেগে উঠবে তোমার প্রাণ?
একটা গুলিবিদ্ধ গান- একটা গুলিবিদ্ধ গান
কয়টা গুলিবিদ্ধ গান শুনে জেগে উঠবে তোমার প্রাণ?
শোনো বন্দুকের আওয়াজ মিলেছে হৃদপিণ্ডের তালে
রক্ত ঝরবে– রক্ত বইবে -লেখা গোধূলির ঐ লালে
শোনো বন্দুকের আওয়াজ মিলেছে হৃদপিণ্ডের তালে
রক্ত ঝরবে- রক্ত বইবে -লেখা গোধূলির ঐ লালে
কবে বুঝবে তোমার মেরুদণ্ড– বাড়বে বুকে হৃদকম্প,
শিউরে উঠবে শীতল আঁধার কানাগলির দেয়ালে?
তুমি কে? বল তুমি কে?
তুমি কে? বল তুমি কে?

সাবধান! সাবধান! সাবধান!
অদৃশ্য তাদের চাবুক এখন পিঠ রাঙাবে না
তবে ভেঙে চুড়ে কেটে লুটে নিয়ে যাবে ভর দুপুর বেলা
তাদের মুখে ভিনদেশী বুলি আজ সরিয়ে সেঁটেছে হাসি
জল্লাদ আজ দড়ি নয়– দেয় কলমের প্যাঁচে ফাসি।
তুমি কে? বল তুমি কে?
তুমি কে? বল তুমি কে?
একটা গুলিবিদ্ধ গান- একটা গুলিবিদ্ধ গান
কয়টা গুলিবিদ্ধ গান শুনে জেগে উঠবে তোমার প্রাণ?
একটা গুলিবিদ্ধ গান- একটা গুলিবিদ্ধ গান
কয়টা গুলিবিদ্ধ গান শুনে জেগে উঠবে তোমার প্রাণ?
তুমি কে? বল তুমি কে?
তুমি কে? বল তুমি কে?
তুমি কে? বল তুমি কে?
তুমি কে? তুমি কার সন্তান?

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists