আমাকে চাদরে মুড়িয়ে আদরে
জোছনার বর্ষায় ভেজাতে নিয়ে যাও
নীলচে সাগরের তীর ঘেঁষা বালুতে
মিথ্যে স্বপ্নের প্রাসাদ বানাতে দাও
বাড়তে দাও বুনো ঝোঁপের মতন করে
শুকিয়ে যেতে দাও ফুল যেমন ঝরে
♪
আমাকে চাদরে মুড়িয়ে আদরে
জোছনার বর্ষায় ভেজাতে নিয়ে যাও
নীলচে সাগরের তীর ঘেঁষা বালুতে
মিথ্যে স্বপ্নের প্রাসাদ বানাতে দাও
সকালের আলোতে ঘাস ভরা সবুজে
হামাগুড়ি হুড়োহুড়ি গড়াগড়ি খেতে দাও
কুয়াশার ধোঁয়াশায় ভয় পেয়ে হারালে
খুঁজে নিয়ে আমাকে জড়িয়ে ধরে চুমু খাও
বাড়তে দাও বুনো ঝোঁপের মতন করে
শুকিয়ে যেতে দাও ফুল যেমন ঝরে
গভীর হতে দাও আমার গভীরে
রাতের সাথে অন্ধকার যেমন বাড়ে
বাড়তে দাও বুনো ঝোঁপের মতন করে
শুকিয়ে যেতে দাও ফুল যেমন ঝরে
গভীর হতে দাও আমার গভীরে
রাতের সাথে অন্ধকার যেমন বাড়ে
(বাড়তে দাও বুনো ঝোঁপের মতন করে)
(শুকিয়ে যেতে দাও ফুল যেমন ঝরে)
(গভীর হতে দাও আমার গভীরে)
(রাতের সাথে অন্ধকার যেমন বাড়ে)
Поcмотреть все песни артиста
Other albums by the artist