Kaaktaal - Neel Shohore Brishti - Karagar Version lyrics
Artist:
Kaaktaal
album: Kaaktaal || Karagarer Gaan (Karagar Versions)
নীল শহরে বৃষ্টি
নীল শহরের গায়ে জমছে শ্রাবণ
দিন ঝরে জল বিনিময় চলাচল
প্রিয় থেমে থাকা ক্ষয়ে যাওয়া দৃষ্টি সরণ
ভেজা মনে তবু অনুপলে আবেগী তরু
ভিজে ভাবনা - ভাবনায় উদাসী মাটি
মিশে নিরুপায় মায়াময় বিবাগী রেখায়
ছেঁড়া জলের সহজ কথায় কবিতা
নীল পাখিটা ভিজে ভিজে শিক আড়ালে ঘোলা চোখে
তাকিয়ে শোনে জলে কলতান
হাওয়ার তালে ঝুমুর তালে খাচার শহর আদর টানে
স্পর্শে জাগে ঘুন ধরা প্রাণ
ভিজে ভাবনায় ভাবনায় উদাসী পাখি
ভিজে শহুরে আঁধারে মেশা নিয়ন বাতি
ভিজে গভীর অগভীর জানালা
ভিজে ভাবনা - ভাবনায় উদাসী মাটি
মিশে নিরুপায় মায়াময় বিবাগী রেখায়
ছেঁড়া জলের সহজ কথায় কবিতা।
Поcмотреть все песни артиста
Other albums by the artist