আকাশ ভাঙা দিনটাতে মুগ্ধতা মেখে রেখে
ফুলগুলো ফুটে থাকে balcony grill বেয়ে
কখনও ধূসর পটভূমি মাঝে আনমনে
জল-রঙে আঁকা কোনো রঙিন ছাতার আগমন
♪
ভেজা দু'টো কাক বসে ভাবে চুপচাপ
আজ ব্যস্ততা নিষ্প্রয়োজন
ভেজা দু'টো কাক বসে দেখে চুপচাপ
জলে না ভিজে ভেজা শত মন
ভেজা দু'টো কাক বসে ভাবে চুপচাপ
আজ ব্যস্ততা নিষ্প্রয়োজন
ভেজা দু'টো কাক বসে দেখে চুপচাপ
জলে না ভিজে ভেজা শত মন
♪
ঝড়ছে বাদল ঝড়ে যায় অবিরাম
দেখো দুলছে সবুজ ভেজা সুরে মেশে তাল
তিনটি বালক ছুটে ছুটে লাফে-ঝাপে হেসে
করছে শ্রাবণ সুধা পান
ঝড়ছে বাদল ঝড়ে যায় অবিরাম
দেখো দুলছি তালে ভেজা তুমি-আমি জানালার
এপাশ থেকে চায়ের কাপে
করছি শ্রাবণ সুধা পান
ছুঁয়ে যাক না যাক জলের ফোঁটা
ভিজে সবাই, ভিজে সবই
এ দিন, এ রাত ব্যাকুল দু'হাত
আবেশ জমায় সে স্নিগ্ধতার ছোঁয়ায়
♪
ভেজা দু'টো কাক বসে ভাবে চুপচাপ
আজ ব্যস্ততা নিষ্প্রয়োজন
ভেজা দু'টো কাক বসে দেখে চুপচাপ
জলে না ভিজে ভেজা শত মন
ভেজা দু'টো কাক বসে ভাবে চুপচাপ
আজ ব্যস্ততা নিষ্প্রয়োজন
ভেজা দু'টো কাক বসে দেখে চুপচাপ
জলে না ভিজে ভেজা শত মন
♪
বৃষ্টি নামে বৃষ্টি ভেজায়
ঘরে বাহির-ভেজা সবাই
জলের আবেশ মনের নিবেশ
করছে শ্রাবণ সুধা পান
ভেজা দু'টো কাক বসে ভাবে চুপচাপ
আজ ব্যস্ততা নিষ্প্রয়োজন
ভেজা দু'টো কাক বসে দেখে চুপচাপ
জলে না ভিজে ভেজা শত মন
ভেজা দু'টো কাক বসে ভাবে চুপচাপ
আজ ব্যস্ততা নিষ্প্রয়োজন
ভেজা দু'টো কাক বসে দেখে চুপচাপ
জলে না ভিজে ভেজা শত মন
আজ ব্যস্ততা নিষ্প্রয়োজন
জলে না ভিজে ভেজা শত মন
আজ ব্যস্ততা নিষ্প্রয়োজন
জলে না ভিজে ভেজা শত মন
Поcмотреть все песни артиста
Other albums by the artist