Kaaktaal - Rong Cha - Version 01 lyrics
Artist:
Kaaktaal
album: Kaaktaal Raw, Vol. 2
গতকালটাকে জলেতে ফুটিয়ে
পেয়ালায় ঢেলে নাও
জলের খসায় খয়ে-খয়ে
মিশে যেতে দাও
গতকালটাকে জলেতে ফুটিয়ে
পেয়ালায় ঢেলে নাও
জলের খসায় খয়ে-খয়ে
মিশে যেতে দাও
বেলা বয়ে যাবে
তবে আছে কিছু রয়ে
যাবে তাতে মিষ্টি বেশি
দিয়ে গুলে নাও
সিগ্ধ আবেশে তখনি
ঢুলু-ঢুলু চোখে তুমি
তন্দ্রা প্রেমে এদিকে তাকাও
তখনি রাত তোমার চোখের আঁধার
বুকে টেনে জ্বালায় তারার বাতি
তখনি রাত তোমার মনের আঁধার
বুকে টেনে জ্বালায় চাঁদের হাঁসি
♪
জোছনায় তোমার ভাবনাগুলো দেখো
যাচ্ছে ভেসে হয়ে মেঘের তুলো
পশলা বৃষ্টি-ঝড়ে দেখো এলোমেলো
তুমি তন্দ্রা পেলে সেদিকে তাকাও
তখনি রাত তোমার চোখের আঁধার
বুকে টেনে জ্বালায় তারার বাতি
তখনি রাত তোমার মনের আঁধার
বুকে টেনে জ্বালায় চাঁদের হাঁসি
♪
আমাদের আকাশে ভীষণ আবেগ সুযোগ খুঁজে পেলেই
সময়ের রং-চায়ের স্বাদের ইচ্ছের আবেশ দিতে হলেই
যচ্ছে তাই পিছু ডাকে
একটু করা লাগলে তাই
মিষ্টি বেশি দিয়ে গুলে নাও
মিষ্টি হাঁসি দিয়ে ভুলে যাও
তখনি রাত তোমার চোখের আঁধার
বুকে টেনে জ্বালায় তারার বাতি
তখনি রাত তোমার মনের আঁধার
বুকে টেনে জ্বালায় চাঁদের হাঁসি
♪
তখনি রাত তোমার চোখের আঁধার
বুকে টেনে জ্বালায় তারার বাতি
তখনি রাত তোমার মনের আঁধার
বুকে টেনে জ্বালায় চাঁদের হাঁসি
Поcмотреть все песни артиста
Other albums by the artist