জন্মেছো তাই আমার আকাশ জুড়ে তোমার গানের নাটাই বাঁধা ভাবনা উড়ে থাকবে বলে থাকবে তো? মেঘের আড়াল থেকে সূর্য মাতাল লাজুক আলোর স্বপ্ন ছড়ায় জন্মেছো তাই আমার আকাশ জুড়ে তোমার গানের নাটাই বাঁধা ভাবনা উড়ে থাকবে বলে মেঘের আড়াল থেকে সূর্য মাতাল লাজুক আলোর স্বপ্ন ছড়ায় নিষ্পলক, আমি নিষ্পলক ভুলে দিন ও রাতের এই জগতের মিথ্যে সকল যোগ-বিয়োগ নিষ্পলক, আমি নিষ্পলক ভুলে দিন ও রাতের এই জগতের মিথ্যে সকল যোগ-বিয়োগ হাসলে হঠাৎ? বলো কারণটা কী? মনের কথার লাগাম ছাড়া বারণ নাকি? হাসলে হঠাৎ? বলো কারণটা কী? মনের কথার লাগাম ছাড়া বারণ নাকি? সুতি সাদা জামা হাওয়ায় হাওয়ায় দোলে রোদের আলো আছড়ে পড়ে মুগ্ধ হয়ে মিশকালো ওই স্নিগ্ধ চোখের মায়ার কোলে নিষ্পলক, আমি নিষ্পলক ভুলে দিন ও রাতের এই জগতের মিথ্যে সকল যোগ-বিয়োগ নিষ্পলক, আমি নিষ্পলক ভুলে দিন ও রাতের এই জগতের মিথ্যে সকল যোগ-বিয়োগ ♪ জন্মেছো তাই আমার আকাশ জুড়ে তোমার গানের নাটাই বাঁধা ভাবনা উড়ে জন্মেছো তাই দেখো গাইছে পাখি আর একটু পরেই আঁধার জুড়ে নাচবে জোনাকি জন্মেছো তাই আমার আকাশ জুড়ে তোমার গানের নাটাই বাঁধা ভাবনা উড়ে জন্মেছো তাই দেখো গাইছে পাখি আর একটু পরেই আঁধার জুড়ে নাচবে জোনাকি তাই নিষ্পলক, আমি নিষ্পলক ভুলে দিন ও রাতের এই জগতের মিথ্যে সকল যোগ-বিয়োগ নিষ্পলক, আমি নিষ্পলক ভুলে দিন ও রাতের এই জগতের মিথ্যে সকল যোগ-বিয়োগ নিষ্পলক, আমি নিষ্পলক ভুলে দিন ও রাতের এই জগতের মিথ্যে সকল যোগ-বিয়োগ ♪ শুভ জন্মদিন আমার থেকো!