Kishore Kumar Hits

The Tree - Brishtir Gaan lyrics

Artist: The Tree

album: Ei Shohor Theke


সবাই যখন ঘরে লুকায় এই বর্ষায়
আমরা ক'জন পথে হাঁটি বৃষ্টি গায়
আমি জানি চোখ বুজলেই ভিজবে আমার মন
তোমরা শুধুই বৃষ্টি দ্যাখো, ভিজতে বারণ
সাহস করে একবার শুধু পথে নেমে পড়
শরীর না হোক মনটা ভিজুক
অবিরাম এই জীবন যেন থেমে থাকে না
ধুয়ে যাক সব ক্লান্তির বোঝা

দূর থেকে দূর, আরো দূর
আকাশ ভেঙ্গে চুর চুর
আমি হাঁটতে থাকি, সময় কাটে না
আমার ছায়াও যেন ভীষণ রাগ
খুঁজতে খুঁজতে সকাল-রাত
এপার-ওপার শুধুই সবুজ
রাত্রি নামে আমার ছায়াও হারায়
তবু তোমার দেখা মেলে না
বৃষ্টিতে দেখা যায় না চোখের জল
হাসি মুখে তাই ভীড়ে হারাই
সবাই যখন ঘরে লুকায় এই বর্ষায়
আমরা ক'জন পথে হাঁটি বৃষ্টি গায়
আমি জানি চোখ বুজলেই ভিজবে আমার মন
তোমরা শুধুই বৃষ্টি দ্যাখো, ভিজতে বারণ
সাহস করে একবার শুধু পথে নেমে পড়
শরীর না হোক মনটা ভিজুক
অবিরাম এই জীবন যেন থেমে থাকে না
ধুয়ে যাক সব ক্লান্তির বোঝা

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists