Shohojia - Swapner akash lyrics
Artist:
Shohojia
album: Rongmistree
সময়টা রাখে, নাকি সময়ে থাকি?
রঙ নেই কোনো, আমি কি রঙ মাখি?
সময়টা রাখে, নাকি সময়ে থাকি?
রঙ নেই কোনো, আমি কি রঙ মাখি?
স্বপ্নের আকাশ, স্বপ্নের পাখি
স্বপ্ন হারালে কারে আমি ডাকি?
স্বপ্নের আকাশ, স্বপ্নের পাখি
স্বপ্ন হারালে একা একা থাকি
আসবে ভেবে তারে কত ভালোবাসি
অগোছালো ঘর, আমি একা বসে আছি
কি নামে ডাকলে আরও হবো কাছাকাছি?
কত পথ এলে তুমি, কত আছে বাকি?
স্বপ্নের আকাশ, স্বপ্নের পাখি
স্বপ্ন হারালে কারে আমি ডাকি?
স্বপ্নের আকাশ, স্বপ্নের পাখি
স্বপ্ন হারালে একা একা থাকি
একটা আকাশ এনো, এনো কিছু ঘাস
ফসলের মাঠ এনো ফুলের সুবাস
মেঠোপথ দিয়ে এসো, পথটাও এনো
হাঁটতে বেরোবো আমি, দেরি হবে নাকি?
সময়টা রাখে, নাকি সময়ে থাকি
রঙ নেই কোনো, আমি কি রঙ মাখি?
স্বপ্নের আকাশ, স্বপ্নের পাখি
স্বপ্ন হারালে কারে আমি ডাকি?
স্বপ্নের আকাশ, স্বপ্নের পাখি
স্বপ্ন হারালে একা একা থাকি
Поcмотреть все песни артиста
Other albums by the artist