এখন হল সময় তোমার আসার পালা বাধা আর বাধা সব সাপের খেলা তোমার আমার মাঝে নেই কোন ঝামেলা বাইরে থেকে সবাই আর তাদের বোঝা এই খেলা খেলবো আর কতদিন লুকিয়ে থাকার পর্ব সীমাহীন হাত বাড়িয়ে চেয়ে থাকা নিরুপায়ে এই খেলা খেলবো কতদিন কেন হল আবার ভাঙলো সব ভাবনা স্বপ্ন থাকে স্বপ্ন যেন ভাগ্যে লেখা তোমার আমার মাঝে নেই কোন ঝামেলা বাইরে থেকে সবাই আর তাদের বোঝা এই খেলা খেলবো আর কতদিন লুকিয়ে থাকার পর্ব সীমাহীন হাত বাড়িয়ে চেয়ে থাকা নিরুপায়ে এই খেলা খেলবো কতদিন এই খেলা খেলবো আর কতদিন লুকিয়ে থাকার পর্ব সীমাহীন হাত বাড়িয়ে চেয়ে থাকা নিরুপায়ে এই খেলা খেলবো কতদিন