Kishore Kumar Hits

Neel Adhikari - Pashe Je Boshe Aachhe lyrics

Artist: Neel Adhikari

album: Pashe Je Boshe Aachhe


তাই দরজা বন্ধ রাখতে হয়
গায়ে দ্বিধা-দ্বন্দ্ব মাখতে হয়
পাশে যে বসে আছে
তাকে কি চিনি নাকি?
চিনতে কত বাকি
বুঝতে পারি না
সত্যি মিথ্যের
প্রায়শ্চিত্তের
গিঁটে হাত রাখি
খুলতে পারি না
ভালো হতো ভুলে গেলে
ছাদে খোলা চুলে গেলে
কিংবা ফের স্কুলে গিয়ে
বিস্মিত হতে শেখা
এখনো বিস্ময়
শুধু সৎ অভিনয়
অস্তিত্বের অপচয়ে
নিজেকে রাখি একা

তাই দরজা বন্ধ রাখতে হয়
গায়ে দ্বিধা-দ্বন্দ্ব মাখতে হয়
শুধু আত্মপক্ষেই যুদ্ধ জয়
কারণ কোনো শরীর সুস্থ নয়
তাই মনের তোমায় খুঁজে পাই আয়নায়
হাতে যে হাত রাখে
সে আমার ইচ্ছাকে
বশ করে তুকতাকে
কোন ধান্দাবাজিতে জিতে নেয়
হারি দ্রৌপদী-সীতা
না ছাপা কবিতা
না করা ভণিতা
পাশার ছকে যাই ঠকে free-তে নেয়
কিছুই বুঝি না তা না
রাতকানা এই দিওয়ানা
হৃদয়ের কারখানায়
Lockout-এর অন্ধকার নিরাকার
নিরাকার সাত ভূতে
আমার বিছানায় শুতে
ফিরে আসে মাঝরাতে
দর্শিত হয় আমার রোজকার রোজগার

তাই বন্ধ দরজায় কাঁদতে হয়
আমি-তুমি'র গল্প ফাঁদতে হয়
জানি কোনো সত্যিই সত্যি নয়
কেউ আলাদিনের দত্যি নয়
তাই মনের তোমায় খুঁজে পাই
নাকি পাই না

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists