Kishore Kumar Hits

1230 Klassick - Marattok Madarchod lyrics

Artist: 1230 Klassick

album: Dirty Skills


কড়া নারী তোরা পলাতক, ফালানো body meg করা load
তোল খাটিতে চরা ভোজ, দেখ পরিবারে ভরা শোক
হারায় লাবি সুখ, shoot ছিড়া বাহির হই chest
Chess game এইডা, দান সামলায় দে
গদি সামলাইতে গিয়া রানী করলি bet
Checkmate
Slaughter করে যেমনে blade, পড়াই জানাজা, জানানার ঘাম ঝরে
কাম বশে কাম করে, ধরে থাকবো না প্রাণ আর
শিকার করতে বাহির হইলে সব দৌড়ায় ঢুকবো জঙ্গলে বাঁদর ছানা
Bridge বানায়া লঙ্কায় দেখ দেই হানা
এক এক কইরা ৯ টা কাইটা, ব্রহ্মাস্ত্র এর নিশানা
পদ্ম ফুল না সাজানি কাঁটার বিছানা
এই সংকট এর নাই সংকেত, সব কোমড় দুলানি খদ্দের
Trend গেলেই পড়বি, গর্তেই থাক এইসব ভাই character
ডলা দিলে হইবো ছাই character, আইয়া দেখ এইদিকে high caret কার?
মাঠ থেইকা করি না surrender (what?)
মারাত্মক কথা-বার্তায় মাদারচোদ কেডা দেখা
মারাত্মক চিন্তা ভাবনার মাথায় load লয়া দেখা
মারাত্মক কথা-বার্তায় মাদারচোদ কেডা দেখা
মারাত্মক চিন্তা ভাবনার মাথায় load লয়া দেখা (what?)
মারাত্মক কথা-বার্তায় মাদারচোদ কেডা দেখা
মারাত্মক চিন্তা ভাবনার মাথায় load লয়া দেখা
মারাত্মক কথা-বার্তায় মাদারচোদ কেডা দেখা
মারাত্মক চিন্তা ভাবনার মাথায় load লয়া দেখা (what?)
কল্লা হাতে কাগজে ফালাই কালী, কসাই আমি কাইটা তোগো বাতি
লয়া কড়াই সবডিরে ঢালি, রান্না শেষে serve কইরা খাইতে ডাকি
Last supper খালি homies side এ homicide সামনে পড়লে side দে
এক call-এ জঙ্গল পুরা হাজির, তাই অতিথিরা বাইর হ সমিতির বাইরে
৪ টা লাইন আবার কারো বা career, Bar দিয়ে কোপাই আমি barbarian
Erwin rommel আমি যুদ্ধের tactician, Blitzkrieg দিয়া ঢুকি করি surrender
World at war আর আমি hitler, শত্রু ভাগে বের হয় panzer
ভাই-ব্রাদার তুখোড় like wehrmacht, Scene পুরা হইবো like dunkirk
জান চইলা যাইবো তাই দৌড় মার, এলাকা আমার ভাই তোর না
মাছি না কামিকাজে হানা দিবি তুই দেখবি কেমন চালায় তোলপাড়
চলতে শিখসি ভাইঙ্গা দুই পা, শিক্ষার নামে চলে ধান্দা
হাত আর পা কাটা পড়বে এমন শিক্ষার আলো দেখায় গণহত্যা
গাধার সামনে ঝুলাই মূল দৌড় দিলো কিন্তু দেখলো না ডান-বাম
গর্তে সময় পাবি ভাবার ফলে দিয়া ওরে বাড়ায় দেয় ডান হাত
শুক্র থেইকা হোক সোমবার hustle করি like a soldier
আমু তোর মুখের সামনে আয়া টপকায়া যামুগা ভাবমু না দুইবার
মারাত্মক কথা-বার্তায় মাদারচোদ কেডা দেখা
মারাত্মক চিন্তা ভাবনার মাথায় load লয়া দেখা
মারাত্মক কথা-বার্তায় মাদারচোদ কেডা দেখা
মারাত্মক চিন্তা ভাবনার মাথায় load লয়া দেখা
মারাত্মক কথা-বার্তায় মাদারচোদ কেডা দেখা
মারাত্মক চিন্তা ভাবনার মাথায় load লয়া দেখা
মারাত্মক কথা-বার্তায় মাদারচোদ কেডা দেখা
মারাত্মক চিন্তা ভাবনার মাথায় load লয়া দেখা
Number ১৪ sector wrong side tag
খাঁটি পোলাপান যেডি মারে বেটা rhymes tight
লাগে যেমন কয়লা দিয়ে লেখা অক্ষর প্রত্যক্ষ
সমাচার হইবো খারাপ এডাই লক্ষ্য
Civil society আমারে ঘোষিত অসভ্য
জ্ঞান মাইরা শ্যায়ান বেটা এডাই কর্তব্য
গন্তব্য আমার করা দখল
পার্থক্য আমরা বানাই ফসল
চর্চা চলে চরকা চালানোর কৌশল
আসল গুন্ডা কেডা বুঝবি তুই বাডে পড়লে
Mic check দিয়া কোপাই তোরে
জিগা কেডা করে ঘাটাঘাট সিধা করলে ঘাড়তেড়ামি
ভাববাদী উচ্চটান শব্দে ভার
যেমনে ত্রিশূল হাতে মা কালী
মার তালি যেমনে লাল মাটির মাঠ খালি
হ, জাল মারি বন্দী emcee's সব জালি
একবারই খুইলা দেখ মগজ খালি, মগজ খালি
মারাত্মক কথা-বার্তায় মাদারচোদ কেডা দেখা
মারাত্মক চিন্তা ভাবনার মাথায় load লয়া দেখা
মারাত্মক কথা-বার্তায় মাদারচোদ কেডা দেখা
মারাত্মক চিন্তা ভাবনার মাথায় load লয়া দেখা
মারাত্মক কথা-বার্তায় মাদারচোদ কেডা দেখা
মারাত্মক চিন্তা ভাবনার মাথায় load লয়া দেখা
মারাত্মক কথা-বার্তায় মাদারচোদ কেডা দেখা
মারাত্মক চিন্তা ভাবনার মাথায় load লয়া দেখা
খাড়া চোপ, rap এর map এক এর লোক কেডা দেহা
Damage solta bomb-এর godown এ টোপ কেডা দেহা
পারলে hold কইরা দেহা ভিত্রে ঈমানদারী ধোপ
তোর তো খোমার ওপরে মাদারচোদ bold কইরা লেহা
হিসাব লইলে total under ঊনিশ, local টোনা-টুনিস
এইসব হাবু-বাবু বাদ্দা একটু বাংলা rap ও হুনিস
তোরা তেলতেলা ডান্ডা দেখলেই খ্যাপ মারতে জাসগা
মাল খাইসোস পরশুদিন, পিনিক লইসনা আজকা
গলায় পৈতা বাইন্ধা যেমনে যতই ভালা হাজি
দিনের শেষে জুইতের deal-এ বাঙাল জাতি হুইতে রাজী
যান গা আজই, বাবুর বাড়ি, জাদুর বড়ি, হাওয়ার উপরে চলে গাড়ি
144 জারি রোডে, ঝাড়ির চোডেই মারি
Record mic-এর নিয়া ছাড়ি
Concert-তে বিয়াবাড়ি
গঞ্জেরতে দিয়াবাড়ি
মণ্ডপ-তে মিয়া বাড়ি
Discord-এর cadre আমরা spot এ গিয়া মারি
দিন পুরা kerosine heno scene
জন্মের থেইকা মারাত্নক
মারাত্মক কথা-বার্তায় মাদারচোদ কেডা দেখা
মারাত্মক চিন্তা ভাবনার মাথায় load লয়া দেখা
মারাত্মক কথা-বার্তায় মাদারচোদ কেডা দেখা
মারাত্মক চিন্তা ভাবনার মাথায় load লয়া দেখা
মারাত্মক কথা-বার্তায় মাদারচোদ কেডা দেখা
মারাত্মক চিন্তা ভাবনার মাথায় load লয়া দেখা
মারাত্মক কথা-বার্তায় মাদারচোদ কেডা দেখা
মারাত্মক চিন্তা ভাবনার মাথায় load লয়া দেখা (what?)

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists