একদিন বেরঙিন খুঁজেছে রঙ এক ঝাঁক আলো পাক আজ বরং একদিন বেরঙিন খুঁজেছে রঙ এক ঝাঁক আলো পাক আজ বরং কী হবে কার চোখে সকাল মন কেমন এই যেমন টালমাটাল এই রোদ রঙিন, নিশিদিন আন্তরিক এই রোদ রঙিন, নিশিদিন আন্তরিক না হলে না হলো ঠিক আসামাজিক না হলে না হলো ঠিক আসামাজিক ♪ রোদে পুড়েছে ঘর ধূসর উদাসীন প্রহর ভেজানো রাত, বরাত ঠিকানাহীন এই ঝিরঝির তিরতির সুজন রোদ ঝলমল, পানসী যায় উজান দেখো খুব চেনা এক গান হবো দু'জন এই রোদ রঙিন, নিশিদিন আন্তরিক এই রোদ রঙিন, নিশিদিন আন্তরিক না হলে না হলো ঠিক আসামাজিক না হলে না হলো ঠিক আসামাজিক না হলে না হলো ঠিক আসামাজিক