Kishore Kumar Hits

Timir Biswas - Nayono Tomare Paye Na_(From"Buro Sadhu") lyrics

Artist: Timir Biswas

album: Timir Biswas Movie Hits Jukebox


নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
হৃদয় তোমারে পায় না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে
রয়েছ নয়নে নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
বাসনার বশে মন অবিরত
ধায় দশ দিশে পাগলের মতো
বাসনার বশে মন অবিরত
ধায় দশ দিশে পাগলের মতো
স্থির-আঁখি তুমি মরমে সতত
জাগিছ শয়নে স্বপনে
রয়েছ নয়নে নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
জানি শুধু তুমি আছ তাই আছি
তুমি প্রাণময় তাই আমি বাঁচি
যত পাই তোমায় আরো তত যাচি
যত জানি তত জানি নে
রয়েছ নয়নে নয়নে
জানি আমি তোমায় পাব নিরন্তর
লোকলোকান্তরে যুগযুগান্তর
জানি আমি তোমায় পাব নিরন্তর
লোকলোকান্তরে যুগযুগান্তর
তুমি আর আমি মাঝে কেহ নাই
কোনো বাধা নাই ভুবনে
রয়েছ নয়নে নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
হৃদয় তোমারে পায় না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists