Rupam Islam - Jadi Tomay Boli lyrics
Artist:
Rupam Islam
album: RNB
বাসি ফুলের গন্ধে আজও মেশে আমার রন্ধ্রে রন্ধ্রে
হঠাৎ কাজ বন্ধের অশরীরি ছন্দে তুমি
বাচা মরার দ্বন্দ্বে একি করলে আমায় ফেললে দ্বন্দ্বে
আমার ইন্দ্রীয়ে আনন্দের জন্মভূমি
যদি তোমায় বলি নতুন স্বপ্ন দেখতে লাগছে ভয়
তোমার আমি আজও একই ভাবে থাকতে চাই
যদি তোমায় বলি করি নিস্পৃহতার অভিনয়
তোমার প্রেমে আমি ব্যর্থ হয়ে হচ্ছি দামী ধর্ষকামী লিখছি প্রেমের সালতামামী
দেখো সেই মুখোশেই ঢাকি মন
একি প্রহসন নকল প্রতিমায়
তুমি নেই তোমারি সম্মোহন আমায় ব্যর্থ করে যায়
খুঁজি সেই তোমাকে, তুমি নেই
চেনা মনের বাকে, কত রহস্য লুকিয়ে থাকে
হাতছানি দেয় আমার টালমাতাল শর্পটাকে
মাতাল খেয়ালে খুজি দরোজা, লুটি দেয়ালে
...দেখেছি শেষবার তোমায়
যদি তোমায় বলি কষ্ট করে ভুলে গেছি তোমার নাম
নষ্ট করে ফেলে ঘনিষ্ঠতার সব প্রমাণ
যদি তোমায় বলি তবুও ভুলবো না সেইসব সময়
তোমায় প্রেমে আজও ব্যর্থ হয়ে হচ্ছি দামী
ধর্ষকামী লিখছি প্রেমের সালতামামী
দেখো সেই মুখোশেই ব্যাকুল মন
একি প্রহসন নকল প্রতিমায়
তুমি নেই তোমারি সম্মোহন আমায় ব্যর্থ করে যায়
খুঁজি সেই তোমাকে, তুমি নেই
বাসি ফুলের গন্ধে আজও মেশে আমার রন্ধ্রে রন্ধ্রে
হঠাৎ কাজ বন্ধের অশরীরি ছন্দে তুমি
বাচা মরার দ্বন্দ্বে একি করলে আমায় ফেললে দ্বন্দ্বে
আমার ইন্দ্রীয়ে আনন্দের জন্ম.
যদি তোমায় বলি নতুন স্বপ্ন দেখতে লাগছে ভয়
তোমার আমি আজও একই ভাবে থাকতে চাই
যদি তোমায় বলি করি নিস্পৃহতার অভিনয়
তোমার প্রেমে আমি ব্যর্থ হয়ে হচ্ছি দামী ধর্ষকামী লিখছি প্রেমের সালতামামী
দেখো সেই মুখোশেই ঢাকি মন
একি প্রহসন নকল প্রতিমায়
তুমি নেই তোমারি সম্মোহন আমায় ব্যর্থ করে যায়
খুঁজি সেই তোমাকে, তুমি নেই
Поcмотреть все песни артиста
Other albums by the artist