একলা খিলান সংখ্যা গোনে মানুষের যাতায়াত ইতিহাস জমে গোপনে বদলায় বাসস্থান গুমরে মরে কোন বিলন চার দেয়ালের পাহারায় বেনামী বিদেহী খোঁজে জীবিত পরিচয় বহুদিন যে স্মৃতি ছিল ধূলোর চাদরে জেগে ওঠে নিমেষে প্রবল অনাদরে ♪ থেমেছিল নিঃশ্বাস যার হঠাৎ অচিরে কম্পন তার কমেনি আজও হৃদয় গভীরে ♪ ঘনায় কাল রাত, ভুলে যাওয়া আঘাত মনের কারাগারে ফের হানে আর্তনাদ ছায়াপথ ক্লান্ত কার মুক্তি প্রার্থনায় মৃত ফের মরে কি অবয়ব আরো স্পষ্ট হয় আরো স্পষ্ট হয়, আরো স্পষ্ট হয়