Kishore Kumar Hits

Kaya - Sob Loke Koy Lalon lyrics

Artist: Kaya

album: Flavours Of Folk


জগৎ বেড়ে জাতির কথা
লোকে গল্প করে যথাতথা
জগৎ বেড়ে জাতির কথা
লোকে গল্প করে যথাতথা
লালন বলে, জাতের ফাৎনা...
লালন বলে, জাতের ফাৎনা ডুবিয়েছি সাধ-বাজারে
সব লোকে কয়, লালন কি জাত সংসারে
সব লোকে কয়, লালন কি জাত সংসারে
লালন বলে, জাতের কি রূপ
লালন বলে, জাতের কি রূপ
দেখলাম না এ নজরে
সব লোকে কয়, লালন কি জাত সংসারে
সব লোকে কয়, লালন কি জাত সংসারে

ছুন্নত দিলে হয় মুসলমান
নারীর তবে কি হয় বিধান
ছুন্নত দিলে হয় মুসলমান
নারীর তবে কি হয় বিধান
ছুন্নত দিলে হয় মুসলমান
নারীর তবে কি হয় বিধান
বামন চিনি পৈতেয় প্রমাণ
বামন চিনি পৈতেয় প্রমাণ
বামনী চিনি কি প্রকারে?
সব লোকে কয়, লালন কি জাত সংসারে
সব লোকে কয়, লালন কি জাত সংসারে

কেউ মালা, কেউ তসবীর গলে
তাই কি রে জাত ভিন্ন বলে
কেউ মালা, কেউ তসবীর গলে
তাই কি রে জাত ভিন্ন বলে
কেউ মালা, কেউ তসবীর গলে
তাই কি রে জাত ভিন্ন বলে
যাওয়া কিংবা আসার বেলায়
যাওয়া কিংবা আসার বেলায়
জাতের চিহ্ন রয় কার রে
সব লোকে কয়, লালন কি জাত সংসারে
সব লোকে কয়, লালন কি জাত সংসারে
লালন বলে, জাতের কি রূপ
লালন বলে, জাতের কি রূপ
দেখলাম না এ নজরে
সব লোকে কয়, লালন কি জাত সংসারে
সব লোকে কয়, লালন কি জাত সংসারে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists