Kaya - Krishno Remix - Remix lyrics
Artist:
Kaya
album: Krishno
কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে
ফুলে পাইলা ভ্রমরা
কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে
ফুলে পাইলা ভ্রমরা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে
ফুলে পাইলা ভ্রমরা
কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে
ফুলে পাইলা ভ্রমরা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
♪
সোয়া চন্দন ফুলের মালা
সখিগণে লইয়া আইলা
সোয়া চন্দন ফুলের মালা
সখিগণে লইয়া আইলা
কৃষ্ণয় দিলায় রাধার গলে
বাসর হইল উজালা
♪
বাসর হইল উজালা গো
বাসর হইলো উজালা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
♪
কৃষ্ণয় দিলায় রাধার গলে
রাধায় দিলা কৃষ্ণর গলে
কৃষ্ণয় দিলায় রাধার গলে
রাধায় দিলা কৃষ্ণর গলে
আনন্দে সখীগণ নাচে
দেখিয়া প্রেমের খেলা
♪
দেখিয়া প্রেমের খেলা গো
দেখিয়া প্রেমের খেলা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
♪
কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা
নাচে গায় খেলে তারা
কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা
নাচে গায় খেলে তারা
কুল ও মানের ভয় রাখে না
ললিতা আর বিশখা
♪
ললিতা আর বিশখায় গো
ললিতা আর বিশখা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে
ফুলে পাইলা ভ্রমরা
কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে
ফুলে পাইলা ভ্রমরা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
ময়ূর বেশেতে সাজুইন রাধিকা
Поcмотреть все песни артиста
Other albums by the artist