জলচুড়ি তার দুই হাতে ওই রিনিঝিনি সুর তোলে তার ওই নূপুর বাজে রাতদুপুর আহা, কত না গল্প যায় বলে জলচুড়ি তার দুই হাতে ওই রিনিঝিনি সুর তোলে তার ওই নূপুর বাজে রাতদুপুর আহা, কত না গল্প যায় বলে সজনি, ও প্রাণসজনি ♪ নাকেতে চিকমিক নাকছাবিটা জ্বলছে হীরের রোশনিতে দু'গালে আবার গোধূলি যেন চাইছে সোনালি রং দিতে আমি দূর থেকে উছলন দেখে রাজহংসীকে যেন যাই ভুলে সজনি, ও প্রাণসজনি ♪ তুমি যে আমার চিরন্তনী ভালোবাসার ওই প্রতিমা কোন কবিতায় কীভাবে লিখি ওই রূপের তো নেই সীমা তুমি কী নেবে আর কী দেবে আমি না ভেবে শুধু যাই দুলে সজনি, ও প্রাণসজনি জলচুড়ি তার দুই হাতে ওই রিনিঝিনি সুর তোলে তার ওই নূপুর বাজে রাতদুপুর আহা, কত না গল্প যায় বলে সজনি, ও প্রাণসজনি সজনি, ও প্রাণসজনি