সোনাঝরা রোদ্দুর, চোখ যায় যদ্দূর দেখি সময় কিছু থাকলে দূরে ওই আকাশটা ঝুঁকে পড়ে সাগরকে বলছে, "আমায় কেন ডাকলে?" সোনাঝরা রোদ্দুর, চোখ যায় যদ্দূর দেখি সময় কিছু থাকলে দূরে ওই আকাশটা ঝুঁকে পড়ে সাগরকে বলছে, "আমায় কেন ডাকলে?" সোনাঝরা রোদ্দুর ♪ অসীমের নীল রঙ শিল্পীর তুলিতে যে শত চেষ্টাতেও যায় না ধরা সাগরের ঢেউগুলো কত কি বলতে চায় তবুও বেলাভূমি রয় অধরা ও অসীমের নীল রঙ শিল্পীর তুলিতে যে শত চেষ্টাতেও যায় না ধরা সাগরের ঢেউগুলো কত কি বলতে চায় তবুও বেলাভূমি রয় অধরা স্বর্গ নেমে আসে সে কাছে আসলে সোনাঝরা রোদ্দুর, চোখ যায় যদ্দূর দেখি সময় কিছু থাকলে দূরে ওই আকাশটা ঝুঁকে পড়ে সাগরকে বলছে, "আমায় কেন ডাকলে?" সোনাঝরা রোদ্দুর ♪ শরতের সোনা রোদে কাশবনে দোলা লাগে বাতাসের শিহরণ খেলে যায় আজ কার পদধ্বনি আমার হৃদয়ে শুনি না বলা কথাগুলি ভাষা পায় ও শরতের সোনা রোদে কাশবনে দোলা লাগে বাতাসের শিহরণ খেলে যায় আজ কার পদধ্বনি আমার হৃদয়ে শুনি না বলা কথাগুলি ভাষা পায় কান পেতে শুনি সেই মনবীণা বাজলে সোনাঝরা রোদ্দুর, চোখ যায় যদ্দূর দেখি সময় কিছু থাকলে দূরে ওই আকাশটা ঝুঁকে পড়ে সাগরকে বলছে, "আমায় কেন ডাকলে?" সোনাঝরা রোদ্দুর, চোখ যায় যদ্দূর দেখি সময় কিছু থাকলে দূরে ওই আকাশটা ঝুঁকে পড়ে সাগরকে বলছে, "আমায় কেন ডাকলে?" সোনাঝরা রোদ্দুর ও সোনাঝরা রোদ্দুর ও সোনাঝরা রোদ্দুর সোনাঝরা রোদ্দুর