Kishore Kumar Hits

Indranil Sen - Amay Thakte De Na lyrics

Artist: Indranil Sen

album: Tomare Jani


আমায় থাকতে দে
আমায় থাকতে দে না

আমায় থাকতে দে
আমায় থাকতে দে না আপন-মনে
আমায় থাকতে দে
আমায় থাকতে দে না
সেই চরণের পরশখানি
মনে পড়ে ক্ষণে ক্ষণে
আপন-মনে থাকতে দে
আমায় থাকতে দে না
কথার পাকে কাজের ঘোরে
ভুলিয়ে রাখে কে আর মোরে
তার স্মরণের বরণমালা
গাঁথি বসে গোপন কোণে
আপন-মনে থাকতে দে
আমায় থাকতে দে না
এই যে ব্যথার রতনখানি
আমার বুকে দিল আনি
এই যে ব্যথার রতনখানি
এই নিয়ে আজ দিনের শেষে
একা চলি তার উদ্দেশে
নয়নজলে সামনে দাঁড়াই
তারে সাজাই তারি ধনে
আপন-মনে থাকতে দে
আমায় থাকতে দে না আপন-মনে
আমায় থাকতে দে
আমায় থাকতে দে না

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists