আজ শ্রাবণের আমন্ত্রণে
দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে
ঘরের বাঁধন যায়, যায় বুঝি আজ টুটে
আজ শ্রাবণের আমন্ত্রণে
দুয়ার কাঁপে
♪
ধরিত্রী তাঁর অঙ্গনেতে নাচের তালে ওঠেন মেতে
ধরিত্রী তাঁর অঙ্গনেতে নাচের তালে ওঠেন মেতে
চঞ্চল তাঁর অঞ্চল যায়, যায় লুটে
আজ শ্রাবণের আমন্ত্রণে
দুয়ার কাঁপে
♪
প্রথম যুগের বচন শুনি মনে
নবশ্যামল প্রাণের নিকেতনে
প্রথম যুগের বচন শুনি মনে
নবশ্যামল প্রাণের নিকেতনে
পুব-হাওয়া ধায় আকাশতলে, তার সাথে মোর ভাবনা চলে
পুব-হাওয়া ধায় আকাশতলে, তার সাথে মোর ভাবনা চলে
কালহারা কোন কালের পানে ছুটে
আজ শ্রাবণের আমন্ত্রণে
দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে
ঘরের বাঁধন যায়, যায় বুঝি আজ টুটে
আজ শ্রাবণের আমন্ত্রণে
দুয়ার কাঁপে
Поcмотреть все песни артиста
Other albums by the artist