সাক্ষী ছাড়া ধরে দুঃখ বসৎ করে সাক্ষী ছাড়া ধরে দুঃখ বসৎ করে দুখের সাথে এখন আমি করি বসবাস হায়রে, দুখের সাথে এখন আমি করি বসবাস আমার ঘরে সুখ নাইরে দুঃখ বারোমাস আমার ঘরে সুখ নাইরে দুঃখ বারোমাস ♪ সুখের একটা বাসা ছিলো ছিলাম দুজন পাখি দিবা-রাত্রি, অষ্টপ্রহর ছিলো মাখামাখি রে ছিলো মাখামাখি ও, সুখের একটা বাসা ছিলো ছিলাম দুজন পাখি দিবা-রাত্রি, অষ্টপ্রহর ছিলো মাখামাখি রে ছিলো মাখামাখি সে সুখ ভাগ্যে সইলো না রে সে সুখ ভাগ্যে সইলো না রে পোড়া কপাল করলো গ্রাস আমার ঘরে সুখ নাইরে দুঃখ বারোমাস আমার ঘরে সুখ নাইরে দুঃখ বারোমাস ♪ সুখের একটা জল পুকুরে খেলছি দুজন কেলি রাঙা চরণ মেলতো সাখি কী করে তা ভুলি রে? কী করে তা ভুলি? ও, সুখের একটা জল পুকুরে খেলছি দুজন কেলি রাঙা চরণ মেলতো সাখি কী করে তা ভুলি রে? কী করে তা ভুলি? ফাঁকি দিলো চিরতরে ফাঁকি দিলো চিরতরে বুক ভরা তাই দীর্ঘশ্বাস আমার ঘরে সুখ নাইরে দুঃখ বারোমাস আমার ঘরে সুখ নাইরে দুঃখ বারোমাস সাক্ষী ছাড়া ধরে দুঃখ বসৎ করে সাক্ষী ছাড়া ধরে দুঃখ বসৎ করে দুখের সাথে এখন আমি করি বসবাস হায়রে, দুখের সাথে এখন আমি করি বসবাস আমার ঘরে সুখ নাইরে দুঃখ বারোমাস আমার ঘরে সুখ নাইরে দুঃখ বারোমাস