তখন তোমার ছিল ২৫ বছর, আমার ছিল ৩০ ১৮-তে প্রেমের শুরু, স্বপ্ন অহর্নিশ ♪ তখন তোমার ছিল ২৫ বছর, আমার ছিল ৩০ ১৮-তে প্রেমের শুরু, স্বপ্ন অহর্নিশ ক্লান্ত চোখে স্বপ্ন মলিন হলো ধীরে ধীরে বেকার জীবন, কখন জানি স্বপ্ন ভেঙ্গে পড়ে তোমার বাবা দিচ্ছিলো চাপ, ভুলে থাকো ওসব পালাবে প্রেম তোদের ছেড়ে থাকে যদি অভাব সব কিছুরই শেষ হয় যেমন বাস্তবতায় মধ্যবিত্তের স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যায় ♪ তোমার বিয়ে ঠিক হলো, বর কোটিপতি তোমার মতো ছিল তার অনেক প্রজাপতি তোমার বিয়ে ঠিক হলো, বর কোটিপতি তোমার মতো ছিল তার অনেক প্রজাপতি জানতাম তুমি সুখ পাবে না, সুখ নয় টাকার গোলাম তবু আমি তোমার কথায় সব ভুলে গেলাম সব কিছুরই শেষ হয় যেমন বাস্তবতায় মধ্যবিত্তের স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যায় ♪ ঘড়ির কাঁটার মতোই ঘোরে জানি সবার জীবন হটাৎ আমার চাকরি হলো, লাখ টাকা বেতন হয়তো এখন ভুলে গেছ তুমি আমার নাম প্রেমের পথে তবু আমি একা রয়ে গেলাম খুলবো একটা প্রেমের fund, বেকার আছে যারা হবে না কেউ আমার মতো এমন ঘরছাড়া সব কিছুরই শেষ হয় যেমন বাস্তবতায় মধ্যবিত্তের স্বপ্ন যেন সত্যি হয়ে যায় তখন তোমার ছিলো ২৫ বছর, আমার ছিল ৩০ ১৮-তে প্রেমের শুরু, স্বপ্ন অহর্নিশ ক্লান্ত চোখে স্বপ্ন মলিন হলো ধীরে ধীরে বেকার জীবন, কখন জানি স্বপ্ন ভেঙ্গে পড়ে তোমার বাবা দিচ্ছিলো চাপ, ভুলে থাকো ওসব পালাবে প্রেম তোদের ছেড়ে থাকে যদি অভাব সব কিছুরই শেষ হয় যেমন বাস্তবতায় মধ্যবিত্তের স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যায়