Kishore Kumar Hits

Biplob - Tala Chabi lyrics

Artist: Biplob

album: Biplob Collection


চালা, চালা ঘুঁটি চালা, ঘুঁটি চালা রে
আমার কাছে আছে ঘুঁটির তালা চাবি রে

চালা, চালা ঘুঁটি চালা রে
যদি পাইবি আমার মন (পাইবি আমার মন)
জ্বালা, জ্বলে জীবন জ্বলেরে
বুঝিলে কাঁদবি সারাক্ষণ (কাঁদবি সারাক্ষণ)
না দিলি রে ফুলের সুবাস, না দিলি মালা
দুই নয়নে চাবি দিয়া ঝুলাইলি তালা
না দিলি রে ফুলের সুবাস, না দিলি মালা
দুই নয়নে চাবি দিয়া ঝুলাইলি তালা
ওরে ও তালা চাবি, তালা চাবি, তালা চাবি রে
অন্তরেতে সুখ না দিয়া কই পালাবি রে?
ওরে ও তালা চাবি, তালা চাবি, তালা চাবি রে
এই হৃদয়ের দোষ ধরিয়া কই হারাবি রে?
ওরে ও তালা চাবি, তালা চাবি, তালা চাবি রে
অন্তরেতে সুখ না দিয়া কই পালাবি রে?
ওরে ও তালা চাবি, তালা চাবি, তালা চাবি রে
এই হৃদয়ের দোষ ধরিয়া কই হারাবি রে?

আন্ধা আমি সুখ খুঁইজাছি তোরই বিহনে
সুখ দিয়া মুখ ফিরাই নিলি চন্দ্র কিরণে
আন্ধা আমি সুখ খুঁইজাছি তোরই বিহনে
সুখ দিয়া মুখ ফিরাই নিলি চন্দ্র কিরণে
না দিলি রে সুখের সাগর, না নদী-নালা
দুই নয়নে চাবি দিয়া ঝুলাইলি তালা
ওরে ও তালা চাবি, তালা চাবি, তালা চাবি রে
অন্তরেতে সুখ না দিয়া কই পালাবি রে?
ওরে ও তালা চাবি, তালা চাবি, তালা চাবি রে
এই হৃদয়ের দোষ ধরিয়া কই হারাবি রে?

মনটা আমার বুঝলি না তুই, চিনলি না মোরে
বিষ মাখানো স্বপ্ন দিলি সোহাগ-আদরে
মনটা আমার বুঝলি না তুই, চিনলি না মোরে
বিষ মাখানো স্বপ্ন দিলি সোহাগ-আদরে
না দিলি রে আদর-সোহাগ, না মণিমালা
দুই নয়নে চাবি দিয়া ঝুলাইলি তালা
ওরে ও তালা চাবি, তালা চাবি, তালা চাবি রে
অন্তরেতে সুখ না দিয়া কই পালাবি রে?
ওরে ও তালা চাবি, তালা চাবি, তালা চাবি রে
এই হৃদয়ের দোষ ধরিয়া কই হারাবি রে?
চালা, চালা ঘুঁটি চালা রে
যদি পাইবি আমার মন (পাইবি আমার মন)
জ্বালা, জ্বলে জীবন জ্বলেরে
বুঝিলে কাঁদবি সারাক্ষণ (কাঁদবি সারাক্ষণ)
না দিলি রে ফুলের সুবাস, না দিলি মালা
দুই নয়নে চাবি দিয়া ঝুলাইলি তালা
ওরে ও তালা চাবি, তালা চাবি, তালা চাবি রে
অন্তরেতে সুখ না দিয়া কই পালাবি রে?
ওরে ও তালা চাবি, তালা চাবি, তালা চাবি রে
এই হৃদয়ের দোষ ধরিয়া কই হারাবি রে?
ওরে ও তালা চাবি, তালা চাবি, তালা চাবি রে
অন্তরেতে সুখ না দিয়া কই পালাবি রে?
ওরে ও তালা চাবি, তালা চাবি, তালা চাবি রে
এই হৃদয়ের দোষ ধরিয়া কই হারাবি রে?

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists