ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাঁশে (ভ্রমর বসে কাঁচা বাঁশে) ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাঁশে আরো কি থাকিবে বাপের ঘরে গো মন আমার কেমন কেমন করে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে মন আমার কেমন কেমন কেমন কেমন করে রে মন আমার কেমন কেমন করে রে, বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরে গো হলুদ বাটা হলো বাসি পিরিতি হলো গলার ফাঁসি (ভ্রমর বসে কাঁচা বাঁশে) হলুদ বাটা হলো বাসি পিরিতি হলো গলার ফাঁসি হেলেক দিয়া তোমায় মনে পড়ে গো মন আমার কেমন কেমন করে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে মন আমার কেমন কেমন কেমন কেমন করে রে মন আমার কেমন কেমন করে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরে গো ♪ পরব দিনে মেলায় যাবো ধামসা মাদল সঙ্গে লিবো (ভ্রমর বসে কাঁচা বাঁশে) পরব দিনে মেলায় যাবো ধামসা মাদল সঙ্গে লিবো সুরগঞ্জা ফুটে লালে লাল তোর ভ্রমরা কাটিবে না কি তাল মহুয়া ফুলেতে মৌ ধরে গো মন আমার কেমন কেমন করে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরে রে ♪ ফুলে ফুলে ফুলটুসী মধু খায় হলো খুশি (ভ্রমর বসে কাঁচা বাঁশে) ফুলে ফুলে ফুলটুসী মধু খায় হলো খুশি হিংসাতে চোখ জ্বলে পুড়ে মরে গো মন আমার তুমি তুমি করে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে মন আমার তুমি তুমি তুমি তুমি করে রে মন আমার তুমি তুমি করে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরে গো আর না থাকিও বাপের ঘরেতে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরে গো আর না থাকিও বাপের ঘরেতে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরে গো