Bhoomi - Gonshai Reni Dekhchho lyrics
Artist:
Bhoomi
album: Prem Pagol
আমার গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
গোঁসাই লেজ নাড়ে আর খাজুর খায়
লেজ নাড়ে আর খাজুর খায়
গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
♪
গাছের আগায় কলসি তাতে খাজুরের শী
গাছের আগায় কলসি তাতে খাজুরের শী
উপরমুখি চাইয়া থাকে তলাতে ভুসি
উপরমুখি চাইয়া থাকে তলাতে ভুসি
গাছ বাইয়ানি উঠতে নাড়ে
গাছ বাইয়ানি উঠতে নাড়ে জিহ্বা রসে তল তলায়
গাছ বাইয়ানি উঠতে নাড়ে জিহ্বা রসে তল তলায়
গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
♪
গোঁসাই শালির বাড়ি যায় আবার উকি মাইরা চায়
গোঁসাই শালির বাড়ি যায় আবার উকি মাইরা চায়
পাকের ঘরের ধারে কাছে জঙ্গলে লুকায়
পাকের ঘরের ধারে কাছে জঙ্গলে লুকায়
ফাঁক পাইলাছে বেড়া ভাইঙ্গা
ফাঁক পাইলাছে বেড়া ভাইঙ্গা
শিকা ছিঁড়া অন্ন খায়
ফাঁক পাইলাছে বেড়া ভাইঙ্গা
শিকা ছিঁড়া অন্ন খায়
গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
গোঁসাই লেজ নাড়ে আর খাজুর খায়
লেজ নাড়ে আর খাজুর খায়
গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
♪
গোঁসাই রসেতে ভরপুর তাতে একটানা তিন সুর
গোঁসাই রসেতে ভরপুর তাতে একটানা তিন সুর
অন্য গোঁসাইর দলে ভিড়া যাত্রাগানে যায়
অন্য গোঁসাইর দলে ভিড়া যাত্রাগানে যায়
বাড়ি-বাড়ি ঘুইরা বেড়ায়
ও গোঁসাই বাড়ি-বাড়ি ঘুইরা বেড়ায় শেষ রাতে সে ঘরে যায়
বাড়ি-বাড়ি ঘুইরা বেড়ায় শেষ রাতে সে ঘরে যায়
গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
গোঁসাই লেজ নাড়ে আর খাজুর খায়
গোঁসাই লেজ নাড়ে আর খাজুর খায়
গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
আমার গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
আমার গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
ওহো, গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
Поcмотреть все песни артиста
Other albums by the artist