দাদা রে তোর পায়ের নিচে পোকামাকড় যায় পিষে তুই বলিস, "ভাবলে এত বেঁচে থাকা দায়" দাদা রে তোর পায়ের নিচে পোকামাকড় যায় পিষে তুই বলিস, "ভাবলে এত বেঁচে থাকা দায়" ওরে রঙিলা রে তোর রঙ্গ দেখি আমি দু'চোখ ভরে আমি রাত জেগে, রাত জেগে রই আমি নিজের মতো রই আমি রাত জেগে, রাত জেগে রই আমি নিজের মতো রই রাত ফুরোলেই দিনের আলোর বিষে মাতাল হই রে আমি রাত ফুরোলেই দিনের আলোর বিষে মাতাল হই ♪ পিপীলিকার পাল ছোটে নিজের বোঝা বুকে ধরে দাদা রে, তুই কেন ওদের আগুন লাগাস গায়ে? পিপীলিকার পাল ছোটে নিজের বোঝা বুকে ধরে দাদা রে, তুই কেন ওদের আগুন লাগাস গায়ে? ও রঙিলা রে তোর রঙ্গ দেখি আমি দু'চোখ ভরে আমি রাত জেগে, রাত জেগে রই আমি নিজের মতো রই আমি রাত জেগে, রাত জেগে রই আমি নিজের মতো রই রাত ফুরোলেই দিনের আলোর বিষে মাতাল হই রে আমি রাত ফুরোলেই দিনের আলোর বিষে মাতাল হই ♪ ধিকি ধিকি জ্বলে জীবন, এক পলকে ফুরাবে সব কিসের তোর এই লড়াই, দাদা, কিছুই বুঝি না ধিকি ধিকি জ্বলে জীবন, এক পলকে ফুরাবে সব কিসের তোর এই লড়াই, দাদা, কিছুই বুঝি না ও রঙিলা রে তোর রঙ্গ দেখি আমি দু'চোখ ভরে আমি রাত জেগে, রাত জেগে রই আমি নিজের মতো রই আমি রাত জেগে, রাত জেগে রই আমি নিজের মতো রই রাত ফুরোলেই দিনের আলোর বিষে মাতাল হই রে আমি রাত ফুরোলেই দিনের আলোর বিষে মাতাল হই রে আমি রাত ফুরোলেই দিনের আলোর বিষে মাতাল হই রে আমি রাত ফুরোলেই দিনের আলোর বিষে মাতাল হই From the core of the Earth and the rhythm of our hearts From the winding river and it's slow breeze In the shadow of Your love and the miles of smiles You give us You give us life, You give us birth And when we return, we only had a dream of the Earth