Kishore Kumar Hits

Bhoomi - Ekir Mikir lyrics

Artist: Bhoomi

album: Ekir Mikir


ইকির মিকির চামচিকির চামের কাটা মজুমদার, মজুমদার টা কে রে ভাই গুগল করা দরকার
ফটিকের মামা গৌরি সেন কিনা জানিনা
ফটিকের হাতা টাকা দেয় সেন তাই হবে বোধহয়
কোথাকার কোন হরিদাস বিখ্যাত বহুকাল
ছাপোষা জনতার নেতা নাকি পুরো ভুঁষিমাল
(ইকির মিকির চামচিকির চামের কাটা মজুমদার, মজুমদার টা কে রে ভাই গুগল করা দরকার)
(ইকির মিকির খেলতে গেলে মজুমদারের কথা শুনি,মজুমদার টা কে রে ভাই গুগল করা দরকার)
নন্দ ঘোষের অনেক ব্যাথা পাঁচ জনের পাঁচ রকম কথা
ওরম বোকা কাজে লাগে দোষ টা নেয় আগে ভাগে
নন্দ ঘোষের অনেক ব্যাথা
ওরে নন্দ ঘোষের অনেক ব্যাথা (নন্দ ঘোষের অনেক ব্যাথা)
আহা নটবর কাহারে কয় নন্দ দুলালের অপর নাম হয়
মোহন বাঁশির সুরেরও টানে বৃন্দাবন প্রেমে ভাসে
মধুবনে হায় হায় রায় নাহি দেখা পায়
কৃষ্ণের একি চতুরালি
এই যদি ছিল মনে একা যাবি মথুরায়
বাঁশি কেন রে বাঁজালি
জয় রাধে, জয় রাধে, রাধে রাধে, জয় রাধে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
আরে এদের কথা অনেক হল মাথা আমার ধরে গেল মজুমদার ভাই কোথায় গেলেন গুগল সার্চ দরকার
রাতের ডিউটি সেরে নিধিরাম ঢুলে পড়ে
সংসারের বায়না আর কানে কিছু নেয় না সে
হরি ঘোষের গরু দুধ মন্দ দেয় না
জল মিশিয়ে অনেক লাভ নতুন কাজে পাবে না
(ইকির মিকির চামচিকির চামের কাটা মজুমদার, মজুমদার টা কে রে ভাই গুগল করা দরকার)
(ইকির মিকির খেলতে গেলে মজুমদারের কথা শুনি,মজুমদার টা কে রে ভাই গুগল করা দরকার)
(ইকির মিকির চামচিকির চামের কাটা মজুমদার, মজুমদার টা কে রে ভাই গুগল করা দরকার)
(ইকির মিকির খেলতে গেলে মজুমদারের কথা শুনি,মজুমদার টা কে রে ভাই গুগল করা দরকার)

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists