Kishore Kumar Hits

Bhoomi - Moshar Gaan lyrics

Artist: Bhoomi

album: Ekir Mikir


ওয়ে
ধেৎরিকা
নিকুচি করছে
ওহ হো
ধেৎ
এয়ে ধুত্, ধেৎ, ধেৎ
আমায় যেতে হলো
আমায় যেতে হলো দেশ ছেড়ে মশার কামড়ে
আমায় যেতে হলো দেশ ছেড়ে মশার কামড়ে
আমায় যেতে হলো দেশ ছেড়ে মশার কামড়ে
হ্যা আমায় যেতে হলো দেশ ছেড়ে মশার কামড়ে
মশা ঘুরে ঘুরে উড়ে উড়ে রে
মশা ঘুরে ঘুরে উড়ে উড়ে পৌ করে ভাই ভৌ করে
কানের কাছে কৌ করে
কানের কাছে কৌ করে
যেতে হলো দেশ ছেড়ে মশার কামড়ে
হ্যা আমায় যেতে হলো দেশ ছেড়ে মশার কামড়ে

মশার সুমধুর গান
ও মশার সুমধুর গান
শুনলে পরে চমকে উঠে প্রাণ
ও মশার ফৌ ফৌ টান
ও মশার ফৌ ফৌ টান
প্রাণ আমার ভরসা নাহি পান
আমায় যেতে হলো
আমায় যেতে হলো দেশ ছেড়ে মশার কামড়ে
ও আমায় যেতে হলো দেশ ছেড়ে মশার কামড়ে

শুনেছি ওই দেশেতে নাইরে মশা নাই
না না না নাইরে মশা নাই
না না না নাইরে মশা নাই
শুনেছি ওই দেশেতে নাইরে মশা নাই
না না না নাইরে মশা নাই
না না না নাইরে মশা নাই
কানের কাছে পৌ করা নাই
মধুর গানের চমকানি নাই
কামড় খাইয়া চুলকানি নাই
কাপড় চোপড় ধাব্রানি নাই
দেশ ছাড়বার হুমকানি নাই
ম্যালেরিয়ার কাঁপুনি নাই
ডেঙ্গি জ্বরের জ্বালানি নাই
হুট হাট ধেৎরি নাই
আমায় যেতে হলো দেশ ছেড়ে মশার কামড়ে
হ্যা আমায় যেতে হলো দেশ ছেড়ে মশার কামড়ে
ও আমায় যেতে হলো দেশ ছেড়ে মশার কামড়ে
হ্যা আমায় যেতে হলো দেশ ছেড়ে মশার কামড়ে

আমি শুনবো না ওই গান
সে মশার সুমধুর গান
ভেউ মেউ ভেউ মেউ ভেউ মেউ ধাও
ধেউ মেউ ধেউ মেউ ধেম মেউ ধাউ
ও মশার সুমধুর গান
ও মশার ফৌ ফৌ টান
শুনলে পরে ঘাবড়ে ওঠে প্রাণ
আমায় যেতে হলো দেশ ছেড়ে মশার কামড়ে
ও আমায় যেতে হলো দেশ ছেড়ে মশার কামড়ে
হ্যা আমায় যেতে হলো দেশ ছেড়ে মশার কামড়ে
ঐ আমায় যেতে হলো দেশ ছেড়ে মশার কামড়ে
ঐ আমায় যেতে হলো দেশ ছেড়ে মশার কামড়ে
ঐ আমায় যেতে হলো

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists