Kishore Kumar Hits

Bhoomi - Prem Jalaye lyrics

Artist: Bhoomi

album: Ekir Mikir


আমি প্রেম জ্বালায়...
আমি প্রেম জ্বালায় জ্বলি মধ্যরাতে
যখন হঠাৎ দেখি তুই আছিস online
আমাকে বললি, ঘুম চোখে চললি
শুরু হলো ভাটিয়ালি, চলে whole night
Commit করার চাপে কি বোকার মতন
যেমন নাচাস, নাচি তাল দিয়ে তত
(ধুম ধাড়াকা, ধুম ধাড়াকা, হু-হা, হু-হা)
(কপালে যা আছে হবে, উলালালা- উলালা)
Commit করার চাপে কি বোকার মতন
যেমন নাচাস, নাচি তাল দিয়ে তত
তোর বাড়ির দারোয়ান Paytm-এ কেনে পান
(তোর বাড়ির দারোয়ান Paytm-এ কেনে পান)
আশায় আশায় আমি ঘুরে মরি দিন রাত
প্রেম জ্বালায় জ্বলি মধ্যরাতে
যখন হঠাৎ দেখি তুই আছিস online
আমাকে বললি, ঘুম চোখে চললি
শুরু হলো ভাটিয়ালি, চলে whole night

বুক যে আমার জ্বলে, ভাবি অম্বল হবে
কপাল ঠুকে নামি, প্রেম জুটে যাবে
(ধুম ধাড়াকা, ধুম ধাড়াকা, হু-হা, হু-হা)
(কপালে যা আছে হবে, উলালালা-উলালা)
বুক যে আমার জ্বলে, ভাবি অম্বল হবে
কপাল ঠুকে নামি, প্রেম জুটে যাবে
তোর সাথে mall-এ যাই পিচগলা দুপুরে
(তোর সাথে mall-এ যাই পিচগলা দুপুরে)
লাগাতার লেগে আছি, চাকা যদি ঘুরে যায়
প্রেম জ্বালায় জ্বলি মধ্যরাতে
যখন হঠাৎ দেখি তুই আছিস online
আমাকে বললি, ঘুম চোখে চললি
শুরু হলো ভাটিয়ালি, চলে whole night

সামনে যে কি হবে, ভেবে কূল পাই না
পাঠশালা শেষ হলে কি যে হবে জানি না
(ধুম ধাড়াকা, ধুম ধাড়াকা, হু-হা, হু-হা)
(কপালে যা আছে হবে, উলালালা-উলালা)
সামনে যে কি হবে, ভেবে কূল পাই না
পাঠশালা শেষ হলে কি যে হবে জানি না
বাজারে চাকরি নেই, আমার কোনোই chance নেই
(বাজারে চাকরি নেই, আমার কোনোই chance নেই)
প্রেমে ধুপ-ধুনো দিয়ে জানি যাবি উড়ে সেই
প্রেম জ্বালায় জ্বলি মধ্যরাতে
যখন হঠাৎ দেখি তুই আছিস online
আমাকে বললি, ঘুম চোখে চললি
শুরু হলো ভাটিয়ালি, চলে whole night
প্রেম জ্বালায় জ্বলি মধ্যরাতে
যখন হঠাৎ দেখি তুই আছিস online
আমাকে বললি, ঘুম চোখে চললি
শুরু হলো ভাটিয়ালি, চলে whole night
শুরু হলো ভাটিয়ালি, চলে whole night
শুরু হলো ভাটিয়ালি, চলে whole night
শুরু হলো ভাটিয়ালি, চলে whole night

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists