(বোম, বোম, বোম বোম ভোলে)
(বোম, বোম, বোম বোম ভোলে)
(বোম, বোম, বোম বোম ভোলে, বোম)
অন্নপূর্ণার সংসারে-তে
নন্দী-ভৃঙ্গীর পাহারাতে
সিদ্ধিদাতা গণপতি
করেন অবস্থান
কৈলাশেতে শিবের বাসস্থান
(বোম, বোম, বোম বোম ভোলে)
কৈলাশেতে শিবের বাসস্থান
(বোম, বোম, বোম বোম ভোলে)
সেথায় যে তার গুনগান চলে
হর হর মহাদেব বলে
সেথায় যে তার গুনগান চলে
হর হর মহাদেব বলে
কেউ বা বলে বোল বোম
কেউ বা বলে বোম ভোলে (বোম ভোলে)
শিব রাত্রে পূজা তারে করি দলে দলে
(শিব রাত্রে পূজা তারে করি দলে দলে)
(শিব রাত্রে পূজা তারে করি দলে দলে)
কৈলাশেতে শিবের বাসস্থান
(বোম, বোম, বোম বোম ভোলে)
কৈলাশেতে শিবের বাসস্থান
পশুপতি নাথ যখন লুটায় ভূতলে
খড়গ ধারী মহাকালীর চরন তলে পড়ে
লজ্জায় জিব কাটে মা
লজ্জায় জিব কাটে মা, তার পতি যে ভূতলে
সেই মূর্তি পূজা করি আমাবস্যা এলে
(সেই মূর্তি পূজা করি আমাবস্যা এলে)
(সেই মূর্তি পূজা করি আমাবস্যা এলে)
কৈলাশেতে শিবের বাসস্থান
(বোম, বোম, বোম বোম ভোলে)
কৈলাশেতে শিবের বাসস্থান
গঙ্গা স্নান করলে নাকি পাপ ধুয়ে যায়
বিশ্বনাথের জটা হতে গঙ্গা মাতা বয়
গঙ্গা স্নান করলে নাকি পাপ ধুয়ে যায়
বিশ্বনাথের জটা হতে গঙ্গা মাতা বয়
সত্য সদা সত্য রবে,
সত্য সদা সত্য রবে, সত্য কভু মিথ্যা নয়
তাইতো হেথায় বলি মোরা
সত্যমেব জয় জয়
(তাইতো হেথায় বলি মোরা)
(সত্যমেব জয় জয়)
(তাইতো হেথায় বলি মোরা)
(সত্যমেব জয় জয়)
কৈলাশেতে শিবের বাসস্থান
অন্নপূর্ণার সংসারে-তে
অন্নপূর্ণার সংসারে-তে
নন্দী-ভৃঙ্গীর পাহারাতে
সিদ্ধিদাতা গণপতি
করেন অবস্থান
কৈলাশেতে শিবের বাসস্থান
(বোম, বোম, বোম বোম ভোলে)
কৈলাশেতে শিবের বাসস্থান
(বোম, বোম, বোম বোম ভোলে)
কৈলাশেতে শিবের বাসস্থান
(বোম, বোম, বোম বোম ভোলে)
(বোম, বোম, বোম বোম ভোলে)
(বোম, বোম, বোম বোম ভোলে)
(বোম, বোম, বোম বোম ভোলে, বোম)
Поcмотреть все песни артиста