Kishore Kumar Hits

Bhoomi - Shakchunnir Duarey lyrics

Artist: Bhoomi

album: Ekir Mikir


কে যায় মাঝ রাতে বাতি নিয়া হাতে রে
কে যায় মাঝ রাতে বাতি নিয়া
কে যায় মাঝ রাতে বাতি নিয়া হাতে রে
কে যায় মাঝ রাতে বাতি নিয়া
শ্যাওড়া গাছের মগ ডালে
শাক চুরনির দুয়ারে
মধ্যরাতে মান্দ এসে কড়া নাড়ায় রে
শাক চুন্নি খিলখিলিয়ে হেসে মরে রে
শ্যাওড়া গাছের মগ ডালে
শাক চুরনির দুয়ারে
মধ্যরাতে মান্দ এসে কড়া নাড়ায় রে
শাক চুন্নি খিলখিলিয়ে হেসে মরে রে
সেই আমাবস্যার রাতে
সেই আমাবস্যার রাতে
আমার নেই কোন লেনদেন
ক্ষেতের তরে যাই আমি হাতে হ্যারিকেন
ক্ষেতের তরে যাই আমি হাতে হ্যারিকেন
এক দমকা হাওয়া
এক দমকা হাওয়া এসে আমার নিবিয়ে দিল বাতি
অন্ধকারে ধাওয়া করে কস্কন্ধ কাটার নাতি
অন্ধকারে ধাওয়া করে
স্কন্ধ কাটার নাতি
স্কন্ধ কাটা হাতে মাথা
স্কন্ধ কাটা হাতে মাথা
নিয়ে পাশে আসে
কানের কাছে হাত বাড়িয়ে খুকুর খুকুর কাশে
কানের কাছে হাত বাড়িয়ে খুকুর খুকুর কাশ
শিউরে উঠে শরীর আমার
পরান যে যাই যাই
চিন্তা করি এই বিপদে কি করব হায়
চিন্তা করি এই বিপদে কি করব হায়
কে যায় মাঝ রাতে বাতি নিয়া হাতে রে
কে যায় মাঝ রাতে বাতি নিয়া
কে যায় মাঝ রাতে বাতি নিয়া হাতে রে
কে যায় মাঝ রাতে বাতি নিয়া

ব্রেহ্মদ্যোত্যি বসে ঠাই বটের গুড়ির ফাঁকে
পৈতে কাঁধে বিড়ি হাতে বিমভুতরাজ হাকে
ব্রেহ্মদ্যোত্যি বসে ঠাই বটের গুড়ির ফাঁকে
পৈতে কাঁধে বিড়ি হাতে বিমভুতরাজ হাকে এড়ে গলায় তাল মিলিয়ি সুর সে সাধে টানা
সুরের সুরাই শাঁকচুন্নি আহ্লাদে আটখানা
সুরের সুরাই শাঁকচুন্নি আহ্লাদে আটখানা
তারা প্রেমে হাবুডুবু খেয়ে গেল রসাতলে ভুতের নাচন শুরু হল সেথায় সদলবলে
ভুতের নাচন শুরু হল সেথায় সদলবলে
হঠাৎ সেথায় মান্দ এসে দিল আমায় কার্ড
বলল বিয়ের নেমন্তন্নে তুমি আরলি বার্ড
বলল বিয়ের নেমন্তন্নে তুমি আরলি বার্ড
কে যায় মাঝ রাতে বাতি নিয়া হাতে রে
কে যায় মাঝ রাতে বাতি নিয়া
কে যায় মাঝ রাতে বাতি নিয়া হাতে রে
কে যায় মাঝ রাতে বাতি নিয়া
কে যায় মাঝ রাতে বাতি নিয়া হাতে রে
কে যায় মাঝ রাতে বাতি নিয়া
কে যায় মাঝ রাতে বাতি নিয়া হাতে রে
কে যায় মাঝ রাতে বাতি নিয়া

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists