মা, তুমি এসেছ তোমারই সংসারে তোমারই এই মহা উৎসবে মোরা পথ চেয়ে ছিলাম কৈলাশে মা অনেক প্রতীক্ষায়, অনেক প্রত্যাশায় বোধন হলো, পূরণ করো আশা হলো শুরু তোমার মালা গাঁথা মা, এখনো শরতের নরম ভোরে তোমার মর্ত্যে শিউলি ফুল ফোটে এসেছো নতুন নূপুর পরে মা, রয়েছে অপেক্ষায় নীল আকাশ আনন্দদায়িনীর বাতাস নীলকন্ঠ পাখি মেলে ডানা ও মা, মা ♪ ও মা, তোমার আকাশ, তোমার ভুবন ভরে যায় তুমি ক্ষমা করো আমাদের অন্যায় প্রদীপ জ্বলে নর্মদা-গঙ্গায় আনন্দে সব দুঃখ ভুলে যাই ভাইয়ে-ভাইয়ে এক হয়ে যায় দয়াময়ীর চরণ তলায় কাশের দোলায় আগমনী জানাই লক্ষ কোটি প্রণাম তোমায় ও মা, তুমি এসেছো তোমারই সংসারে তোমারই এই মহা উৎসবে মোরা পথ চেয়ে ছিলাম কৈলাশে মা, অনেক প্রতীক্ষায়, অনেক প্রত্যাশায় বোধন হলো, পূরণ করো আশা হলো শুরু তোমার মালা গাঁথা ও মা ও মা, তোমার আকাশ, তোমার ভুবন ভরে যায় তুমি ক্ষমা করো আমাদের অন্যায় প্রদীপ জ্বলে নর্মদা-গঙ্গায় আনন্দে সব দুঃখ ভুলে যাই ভাই-ভাইয়ে এক হয়ে যায় দয়াময়ীর চরণ তলায় কাশের দোলায় আগমনী জানাই লক্ষ কোটি প্রণাম তোমায় ও মা, ও মা, ও স্নেহময়ী মা ও মা, ও মা, আনন্দময়ী মা ও মা, ও মা, ও দয়াময়ী মা ও মা, ও মা, ও মা