উ উ উ... উ উ উ... উ উ উ... সুন্দরী হে সুন্দরী তুমি নদী সুন্দরী হে সুন্দরী তুমি নদী কিছু না কহিয়া নীরবে বহিয়া যাও তুমি নদী সুন্দরী হে সুন্দরী তুমি নদী সুন্দরী হে সুন্দরী তুমি নদী দুইপাড়ের দুই বাহিনী হয় তাদের আপন কাহিনী শোনো তুমি আপন করিয়া শোনো তুমি আপন করিয়া হে নদী রাখো তুমি গোপন করিয়া সুন্দরী হে সুন্দরী তুমি নদী সুন্দরী হে সুন্দরী তুমি নদী গভীরে তোমার গভীরে দুঃখ কি পাও নদী? গভীরে তোমার গভীরে দুঃখ কি পাও নদী? বোঝেনা তো কেহ তবু বহিয়া যাও তুমি নদী সুন্দরী হে সুন্দরী তুমি নদী সুন্দরী হে সুন্দরী তুমি নদী ভোরের আলোয় শান্ত স্রোতে বাসনা পুরাও হে নদী বেলা শেষে নরম বেশে যাও তুমি নদী বর্ষার মায়ায় মেঘের ছায়ায় চঞ্চল তুমি নদী ধীরে ধীরে আরো গভীরে প্রাণ তোমার পায় স্থান নিবিড়ে ধীরে ধীরে আরো গভীরে প্রাণ তোমার পায় স্থান নিবিড়ে সুন্দরী তুমি নদী সুন্দরী হে সুন্দরী তুমি নদী সুন্দরী হে সুন্দরী তুমি নদী কিছু না কহিয়া নীরবে বহিয়া যাও তুমি নদী সুন্দরী হে সুন্দরী তুমি নদী সুন্দরী হে সুন্দরী তুমি নদী...