Konok Chapa - Monai Shawdagor lyrics
Artist:
Konok Chapa
album: Tumi Amar Jibon
মনাই সওদাগর, তোমার কোথায় বাড়িঘর?
মনাই সওদাগর, তোমার কোথায় বাড়িঘর?
আইছো হাটে কত চালান লইয়া রে?
যাইবা তুমি কী সদাই লইয়া?
মনাই সওদাগর, তোমার কোথায় বাড়িঘর?
মনাই সওদাগর, তোমার কোথায় বাড়িঘর?
আইছো হাটে কত চালান লইয়া রে?
যাইবা তুমি কী সদাই লইয়া?
♪
রূপগঞ্জের হাটে এসে সদাই কিনছো কী?
যে সদাই কিনতে আইছো, মনে আছেনি?
রূপগঞ্জের হাটে এসে সদাই কিনছো কী?
যে সদাই কিনতে আইছো, মনে আছেনি?
তোমার ছেলে আর মেয়ে আছে পন্থের দিক চেয়ে
ছেলে আর মেয়ে আছে পন্থের দিক চেয়ে
আসবে বাবায় কত কিছু লইয়া রে
আসবে বাবায় কত কিছু লইয়া
♪
মহাজনের চালান যদি বসে বসে খাও
যাবার বেলায় যদি রে মন খালি হাতে যাও
মহাজনের চালান যদি বসে বসে খাও
যাবার বেলায় যদি রে মন খালি হাতে যাও
টাকার মহাজন যারা, তোমায় দেবে হাতকড়া
মহাজন যারা, তোমায় দেবে হাতকড়া
পথে পথে ঘুরবে কাঙ্গাল হইয়া রে
পথে পথে ঘুরবে কাঙ্গাল হইয়া
Поcмотреть все песни артиста
Other albums by the artist