ঘরে আমার মন বসে না, কেমনে ঘরে রই? বলে দে না, প্রাণসখী, মনের মানুষ কই? মনের মানুষ কই? ঘরে আমার মন বসে না, কেমনে ঘরে রই? বলে দে না, প্রাণসখী, মনের মানুষ কই? মনের মানুষ কই? ♪ ও সখী গো দিন গেল যার আশার আশে কোথায় যাবো তার তালাশে গো দিন গেল যার আশার আশে কোথায় যাবো তার তালাশে গো আমি কোথায় যাবো তার তালাশে গো পাগল করা প্রেম আগুনে ও তার পাগল করা প্রেম আগুনে ধান দিলে হয় খই সখী গো, মনের মানুষ কই? ঘরে আমার মন বসে না, কেমনে ঘরে রই? বলে দে না, প্রাণসখী, মনের মানুষ কই? মনের মানুষ কই? ♪ সেই প্রেমের আকুল সুরে, সখী, সাগর যদি টানে দুই কুলের মায়ায় দুই কুলের মায়ায় শত বাধায় নদী কি বাধ মানে? সখী, নদী কি বাধ মানে? সেই প্রেমের আকুল সুরে, সখী, সাগর যদি টানে দুই কুলের মায়ায় দুই কুলের মায়ায় শত বাধায় নদী কি বাধ মানে? সখী, নদী কি বাধ মানে? ♪ ও সখী গো তেমনি প্রাণের কুল ভাঙ্গিয়া মনের নদী যায় বহিয়া গো তেমনি প্রাণের কুল ভাঙ্গিয়া মনের নদী যায় বহিয়া গো আমার মনের নদী যায় বহিয়া গো বাধ না মানা ভরা বরষার যেন বাধ না মানা ভরা বরষার জল পড়ে থৈ থৈ সখী গো, মনের মানুষ কই? ঘরে আমার মন বসে না, কেমনে ঘরে রই? বলে দে না, প্রাণসখী, মনের মানুষ কই? মনের মানুষ কই? ঘরে আমার মন বসে না, কেমনে ঘরে রই? বলে দে না, প্রাণসখী, মনের মানুষ কই? মনের মানুষ কই? মনের মানুষ কই? মনের মানুষ কই?