বিরহে পুড়াইলা তুমি আমার এই অন্তর নাই বা যদি ভালোবাসো যাও দিয়া কবর। বিরহে পুড়াইলা তুমি আমার এই অন্তর নাই বা যদি ভালোবাসো যাও দিয়া কবর। এই জীবনে হবে কি আর বাধা সুখের ঘর পাইনা ভেবে তুমি আমার আপন নাকি পর। এই জীবনে হবে কি আর বাধা সুখের ঘর পাইনা ভেবে তুমি আমার আপন নাকি পর। পুইড়া মরি তিলে তিলে রাখো না খবর নাই বা যদি ভালোবাসো যাও দিয়া কবর। বিরহে পুড়াইলা তুমি আমার এই অন্তর নাই বা যদি ভালোবাসো যাও দিয়া কবর। পথ হারাল পথের মাঝি আলোর দেখা নাই উইড়া গেছে আশার পাখি কোথায় তারে পাই। পথ হারাল পথের মাঝি আলোর দেখা নাই উইড়া গেছে আশার পাখি কোথায় তারে পাই। দুঃখ আমার দিবানিশি হইয়াছে দোষোর। না বা যদি ভালোবাসো যাও দিয়া কবর। বিরহে পুড়াইলা তুমি আমার এই অন্তর নাই বা যদি ভালোবাসো যাও দিয়া কবর। বিরহে পুড়াইলা তুমি আমার এই অন্তর নাই বা যদি ভালোবাসো যাও দিয়া কবর।