Kishore Kumar Hits

Konok Chapa - Ek Nodi Rokto Periye lyrics

Artist: Konok Chapa

album: O amar desher mati


যাদের রক্তের বিনিময়ে এই জাদু-মানিক স্বাধীনতা
তাদের কি ভোলা যায়!
এই পতাকা যতদিন উড়বে
এই চাঁদ, এই সূর্য যতদিন দুলবে আকাশে
নদী বইবে, পাখি গাইবে গান
ততদিন তারা থাকবে, থাকবে এই গান

এক নদী রক্ত পেরিয়ে
বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা
তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না
না, না, না, শোধ হবে না
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে
সাত কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা
সে দানের মহিমা কোনোদিন ম্লান হবে না
না, না, না, ম্লান হবে না

হয়তোবা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না
হয়তোবা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না
বড়ো বড়ো লোকেদের ভীড়ে, জ্ঞানী আর গুণীদের আসরে
তোমাদের কথা কেউ কবে না
তবু এই বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না
না, না, না শোধ হবে না

থাক ওরা পড়ে থাক ইতিহাস নিয়ে
জীবনের দীনতা হীনতা নিয়ে
থাক ওরা পড়ে থাক ইতিহাস নিয়ে
জীবনের দীনতা হীনতা নিয়ে
তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভীড়ে
তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভীড়ে
মাঠে মাঠে কৃষাণের মুখে, ঘরে ঘরে কৃষাণীর বুকে
স্মৃতি-বেদনার আঁখিনীরে
তবু এই বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না
না, না, না, শোধ হবে না
এক নদী রক্ত পেরিয়ে
বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা
তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না
না, না, না, শোধ হবে না
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে
সাত কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা
সে দানের মহিমা কোনোদিন ম্লান হবে না
না, না, না, শোধ হবে না

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists