স্বদেশের নদী আবহমান কাল ধরে প্রেরণার উৎস হয়ে আছে
কাজে, সৃষ্টিতে, নদী জীবনের গান শোনায়
আনন্দ-বেদনা-বিরহ, সংকটে ও মিলনের উপমা এ নদী
বাঙালির প্রেম বিচ্ছেদের উপাখ্যান পদ্মা, মেঘনা, যমুনা, মধুমতী
শিল্পীর ব্যাকুল কণ্ঠেও সেই সুর
♪
এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, সুরমা নদী তটে
আমার রাখাল মন গান গেয়ে যায়
আমার রাখাল মন গান গেয়ে যায়
এ আমার দেশ এ আমার প্রেম
আনন্দ-বেদনায়, মিলন ও বিরহ সংকটে
কত আনন্দ-বেদনায়, মিলন ও বিরহ সংকটে
এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, সুরমা নদী তটে
♪
এই মধুমতি, ধানসিঁড়ি নদীর তীরে
নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে
এই মধুমতি, ধানসিঁড়ি নদীর তীরে
নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে
এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে
আনন্দ-বেদনায়, মিলন ও বিরহ সংকটে
কত আনন্দ-বেদনায়, মিলন ও বিরহ সংকটে
এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, সুরমা নদী তটে
♪
এই পদ্মা, এই মেঘনা, এই হাজার নদীর অববাহিকায়
এখানে রমনীগুলো নদীর মতো
নদীও নারীর মত কথা কয়
♪
এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে
নির্ভয়ে নীল আকাশ রয়েছে নুয়ে
এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে
নির্ভয়ে নীল আকাশ রয়েছে নুয়ে
যেন হৃদয়ের ভালবাসা হৃদয়ে ফোটে
আনন্দ-বেদনায়, মিলন ও বিরহ সংকটে
কত আনন্দ-বেদনায়, মিলন ও বিরহ সংকটে
এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, সুরমা নদী তটে
আমার রাখাল মন গান গেয়ে যায়
আমার রাখাল মন গান গেয়ে যায়
এ আমার দেশ এ আমার প্রেম
আনন্দ-বেদনায়, মিলন ও বিরহ সংকটে
কত আনন্দ-বেদনায়, মিলন ও বিরহ সংকটে
এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, সুরমা নদী তটে
Поcмотреть все песни артиста