মানুষের প্রকৃত ঠিকানা দেশ এই আকাশ, মাটি, প্রকৃতি চির চেনা, চির আপন কত মধুর স্বদেশের হাওয়া রোদের ঝিলিক, চাঁদের আলো দেশের সুখ-দুঃখের সাথে মানুষের আমৃত্যু মিশে থাকা বিশাল পৃথিবী কতশত দেশ কিন্তু মাতৃভূমির মতো প্রিয় কিছু নেই কবির কাব্যে আর শিল্পীর গানেও শুনি সেই কথা ♪ আমায় যদি প্রশ্ন করে আলো-নদীর এক দেশ বলব আমি, 'বাংলাদেশ' আমায় যদি প্রশ্ন করে কল-কাকলীর দেশ বলব আমি, 'বাংলাদেশ' ♪ এক সুরজের হাজার আলোর কণা ছড়িয়ে এই মাটি করল অরূপ সোনা ও এক সুরজের হাজার আলোর কণা ছড়িয়ে এই মাটি করল অরূপ সোনা আমায় যদি প্রশ্ন করে মায়াবতী কোন দেশ বলব আমি, 'বাংলাদেশ' আমায় যদি প্রশ্ন করে আলো-নদীর এক দেশ বলব আমি, 'বাংলাদেশ' ♪ নব দিগন্তে নতুন চলার তিথি মেলেছে এই জীবন সম্ভাবনার দিঠি ও নব দিগন্তে নতুন চলার তিথি মেলেছে এই জীবন সম্ভাবনার দিঠি আমায় যদি প্রশ্ন করে কাব্য-গীতির কোন দেশ বলব আমি, 'বাংলাদেশ' আমায় যদি প্রশ্ন করে কল-কাকলীর দেশ বলব আমি, 'বাংলাদেশ' বলব আমি, 'বাংলাদেশ' বলব আমি, 'বাংলাদেশ' বলব আমি, 'বাংলাদেশ'