Kishore Kumar Hits

Eleyas Hossain - Priyare lyrics

Artist: Eleyas Hossain

album: Priyare


Without you I'm alone
You are the only one
I can't live without you, without you
দেহের ভেতর রাখলাম তোরে, তুই থাকলি না রে
পরান আমার কান্দে শুধু তুই বিহনে রে
তোর প্রেমের সাতকাহনে আমায় বাঁধলি না রে
মনটা দিলাম তোর হাতে, যতন করলি না রে
প্রিয়া রে, ও প্রিয়া, মন তো আমার মানে না
প্রিয়া রে, ও প্রিয়া, মন তো আমার মানে না

ভেবে পাই না কেন ভুলে দূরে চলে গেলে
কী হতো আবার যদি আমার কাছে ফিরে আসতে
ভেবে পাই না কেন ভুলে দূরে চলে গেলে
কী হতো আবার যদি আমার কাছে ফিরে আসতে
প্রিয়া রে, ও প্রিয়া, মন তো আমার মানে না
প্রিয়া রে, ও প্রিয়া, মন তো আমার মানে না

Without you I'm alone
You are the only one
I can't live without you, without you
কেঁদেছি কত শুধু তোমার কথা মনে করে
ভেবেছি বুঝি তুমি আমায় আবার ভালোবাসবে
কেঁদেছি কত শুধু তোমার কথা মনে করে
ভেবেছি বুঝি তুমি আমায় আবার ভালোবাসবে
প্রিয়া রে, ও প্রিয়া, মন তো আমার মানে না
প্রিয়া রে, ও প্রিয়া, মন তো আমার মানে না
দেহের ভেতর রাখলাম তোরে, তুই থাকলি না রে
পরান আমার কান্দে শুধু তুই বিহনে রে
তোর প্রেমের সাতকাহনে আমায় বাঁধলি না রে
মনটা দিলাম তোর হাতে, যতন করলি না রে
প্রিয়া রে, ও প্রিয়া, মন তো আমার মানে না
প্রিয়া রে, ও প্রিয়া, মন তো আমার মানে না

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists